Monday, January 12, 2026
15.4 C
Dhaka

এক্সে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে ৬ শতাধিক অ্যাকাউন্ট ব্লক

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে প্রায় ৩,৫০০টি পোস্ট ব্লক করা হয়েছে। পাশাপাশি ৬ শতাধিক অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের বিষয়বস্তু কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

ভবিষ্যতে ভারতের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্ল্যাটফর্ম পরিচালনা করা হবে বলে নিশ্চিত করেছে ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা। এক সপ্তাহ আগে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক্স কর্তৃপক্ষকে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, প্ল্যাটফর্মে অশ্লীল, নগ্ন ও আপত্তিকর কনটেন্ট উদ্বেগজনক হারে বেড়ে গেছে। বিশেষ করে এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী গ্রোক এবং এক্সএআই-এর অন্যান্য পরিষেবা ব্যবহার করে নারীদের ছবি ও ভিডিও বিকৃতভাবে ছড়ানোর অভিযোগ রয়েছে।

মন্ত্রণালয় নির্দেশ দেয়, ৭২ ঘণ্টার মধ্যে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দিতে হবে। চিঠিতে বলা হয়, নির্দেশ অমান্য করলে ভারতীয় আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শুধু প্ল্যাটফর্ম নয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

সরকারের বক্তব্য, গ্রোক ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে করা কার্যকলাপ সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। এই প্রেক্ষিতে এক্সকে গ্রোকের প্রযুক্তিগত ও গভর্ন্যান্স কাঠামোর পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়। এছাড়া ইউজার পলিসি কঠোরভাবে কার্যকর করতে বলা হয়েছে—নিয়ম ভাঙলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার মতো পদক্ষেপ নিতে হবে।

চলমান অনিয়মের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি আইনের ধারা ৭৯ অনুযায়ী এক্সের ‘সেফ হারবার’ সুবিধা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা, নারী অশালীন উপস্থাপনা আইন ও শিশু যৌন অপরাধ প্রতিরোধ আইনসহ একাধিক আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।

মাস্কের সংস্থা জানিয়েছে, ভারতের বাজার তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের আইনকে তারা সম্মান করে। বিতর্কিত কনটেন্ট সরানোর ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কেন্দ্র আরও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এক্স তাদের ত্রুটি স্বীকার করেছে এবং ভারতের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে। আগামী দিনে কোনও অশ্লীল কনটেন্ট প্ল্যাটফর্মে রাখা যাবে না।

বিশ্বব্যাপী এই বিতর্কের প্রেক্ষাপটেও চাপ ক্রমেই বাড়ছে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই এক্সকে চিঠি দিয়েছে। ইন্দোনেশিয়া সাময়িকভাবে এক্স ও গ্রোক ব্লক করেছে। মার্কিন সেনেটররা গুগল ও অ্যাপলকে চিঠি দিয়ে তাদের অ্যাপ স্টোর থেকে এক্স ও গ্রোক সরানোর আবেদন জানিয়েছেন। প্রযুক্তি ও নীতি বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রোক-কেন্দ্রিক এই বিতর্কে বিশ্বজুড়ে এক্সের উপর আইনি ও নীতিগত চাপ আরও বেড়াবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ভয়েস ক্লোনিং প্রতারণা থেকে বাঁচতে যা জানা জরুরি

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন প্রায় সব ক্ষেত্রেই...

সম্পর্ক উন্নয়নের জন্য ভদ্রতার ৮ কার্যকর কৌশল

আজকের তাড়াহুড়োপূর্ণ জীবনযাত্রায় ভদ্র, সহানুভূতিশীল এবং প্রিয় ব্যক্তি হিসেবে...

ত্বকের ক্ষতি রোধে এড়িয়ে চলুন এই পাঁচটি জিনিস

মুখের ত্বকের যত্নের জন্য আমরা নানা ধরনের উপকরণ ব্যবহার...

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ

শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনী বা যে কোনো ধরনের সভা, সমাবেশ ও...

ভোর, দুপুর, সন্ধ্যা: শীতে কবে ব্যায়াম করা নিরাপদ

শীতকাল শরীরচর্চার জন্য এক আদর্শ সময় হলেও, এ সময়ে...

মানুষ কেন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে

প্রকৃতির নির্জন নিস্তব্ধতায়, রাতের আকাশে অগণিত নক্ষত্র মিটমিট করে...

ইসলামে অধিকারবোধ: আল্লাহর হক বনাম বান্দার হক

ইসলাম মানুষের জীবনকে দুটি গুরুত্বপূর্ণ অধিকারের ওপর প্রতিষ্ঠিত করেছে—আল্লাহর...

আজানের জবাব দেয়ার নিয়ম ও ফজিলত

আজান একটি আরবি শব্দ। এর অর্থ ডাকা বা আহ্বান...

নীরব ইবাদতেই লুকিয়ে আছে বড় প্রতিদান

অনেকের ধারণায় ইবাদত বলতে মূলত চোখে দেখা যায়—এমন আমলকেই...

জান্নাতের পথে সহায়ক সুরা বাকারার শেষ দুটি আয়াত

পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা বাকারা শেষ দুই আয়াতে এক...

প্রযুক্তির বাইরে মানবিক আকাঙ্ক্ষার কথা বলল চ্যাটজিপিটি

এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিশ্বজুড়ে কৌতূহলের পাশাপাশি শঙ্কাও...

হাতের স্মার্টওয়াচে হার্ট, ইসিজি ও পেশীর স্বাস্থ্য নজর

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্ট গ্যাজেট কোম্পানি শাওমি তাদের নতুন...

ব্যক্তিগত তথ্য ফাঁস ঠেকাতে স্মার্ট গ্যাজেট ব্যবহারে সতর্কতা

স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাবলেট—যে কোনো স্মার্ট গ্যাজেটই মাঝেমধ্যে নষ্ট...
spot_img

আরও পড়ুন

ভয়েস ক্লোনিং প্রতারণা থেকে বাঁচতে যা জানা জরুরি

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন প্রায় সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। কাজ সহজ ও দ্রুত করতে এআই যেমন সহায়ক হচ্ছে, তেমনি এর অপব্যবহারও বাড়ছে...

সম্পর্ক উন্নয়নের জন্য ভদ্রতার ৮ কার্যকর কৌশল

আজকের তাড়াহুড়োপূর্ণ জীবনযাত্রায় ভদ্র, সহানুভূতিশীল এবং প্রিয় ব্যক্তি হিসেবে খ্যাত হওয়া কঠিন মনে হলেও, বিশেষজ্ঞরা কিছু বিজ্ঞানসম্মত কৌশল তুলে ধরেছেন যা অন্যের পছন্দনীয় হয়ে...

ত্বকের ক্ষতি রোধে এড়িয়ে চলুন এই পাঁচটি জিনিস

মুখের ত্বকের যত্নের জন্য আমরা নানা ধরনের উপকরণ ব্যবহার করি। মসৃণ ও কোমল ত্বক পেতে সঠিক সৌন্দর্যচর্চা গুরুত্বপূর্ণ। তবে কখনো কখনো কিছু সাধারণ জিনিস...

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ

শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনী বা যে কোনো ধরনের সভা, সমাবেশ ও প্রচার-প্রচারণার কাজে ব্যবহার নিষিদ্ধ করেছে প্রশাসন। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সভা-সমাবেশের অনুমতি না...
spot_img