Saturday, January 10, 2026
25.6 C
Dhaka

চবির ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৩ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে গড়ে ৩৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে বেলা ১১টা ১৫ মিনিটে, যা চলবে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত।

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মোট ছয়টি বিভাগ রয়েছে। এ ইউনিটে সাধারণ আসন সংখ্যা ৫১০টি। ভর্তি পরীক্ষায় অংশ নিতে এ বছর আবেদন করেছেন মোট ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী।

অন্যান্য ইউনিটের মতো ‘সি’ ইউনিটের পরীক্ষাও তিনটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন ১০ হাজার ৫৩৩ জন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭ জন ভর্তিচ্ছু।

এ বছর ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৭ নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৭ দশমিক ৫। অন্যদিকে বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫, যা গত বছর ছিল ৮।

পরীক্ষায় মোট ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। এর মধ্যে ইংরেজি থেকে ৪০ নম্বর, বিশ্লেষণ দক্ষতা থেকে ৩০ নম্বর এবং সমস্যা সমাধান অংশ থেকে ৩০ নম্বর নির্ধারিত রয়েছে। উত্তীর্ণ হতে হলে ইংরেজিতে ন্যূনতম ১৩ নম্বর এবং বিশ্লেষণ দক্ষতা ও সমস্যা সমাধান অংশে আলাদাভাবে কমপক্ষে ১০ নম্বর করে পেতে হবে।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিট মিলিয়ে মোট ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন কোটায় ৫৬৮টি আসন বরাদ্দ রয়েছে। তবে এ বছর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা থাকছে না।

এ ছাড়া এবার ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ যুক্ত করা হবে না। আগের বছরের তুলনায় এ বছর প্রায় ২০ শতাংশ আসনসংখ্যা কমানো হয়েছে। সব মিলিয়ে এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী।

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

হিটারের দীর্ঘ ব্যবহার এড়িয়ে সুস্থ থাকুন

শীতের সময় ঘরের উষ্ণতা ধরে রাখতে রুম হিটার ব্যবহার...

ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার বাছাই করুন

শীতকালে ত্বকের পরিচর্যা করা অত্যন্ত জরুরি। সুস্থ, কোমল ও...

ভুল জুতায় নষ্ট হতে পারে পুরো লুক, জানুন সঠিক বাছাই

পোশাকের সঙ্গে সঠিক জুতা নির্বাচন পুরো সাজকে পরিপূর্ণ করে...

ভাঙন আতঙ্কে চাঁদপুর, ৮২৭ কোটির প্রকল্প কি পারবে শহর বাঁচাতে?

চাঁদপুর মেঘনা পাড়ের মানুষের কাছে ‘চাঁদপুর শহর রক্ষা বাঁধ’...

দাম্পত্য সম্পর্কে আগ্রহ কমলে কীভাবে সমাধানের পথে যাবেন

দাম্পত্য জীবনের কয়েক বছর পার না হতেই স্বামী বা...

তীরবিদ্ধ হয়েও নামাজ ছাড়েননি যে সাহাবি

আল্লাহর রাস্তায় পাহারাদারি বা রিবাত ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ফজিলতপূর্ণ...

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা, ফুটবল মার্কা নিয়ে লড়তে চান তিনি

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া তাসনিম জারার প্রার্থিতা...

বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কবিরা গুনাহ

মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং ন্যায্য...

নাইটস্ট্যান্ড গুছিয়ে রাখলে কেন ঘুম হয় ভালো

ঘর হল আশ্রয়, আর শোবার ঘর হল দিনের ক্লান্তি...

কম সময়ে রান্না করতে যেসব যন্ত্র কাজে আসে

দেশের অনেক পরিবার এখনও বঁটিতে সবজি কাটা আর শিলপাটায়...

বিএনপির ‘বিদ্রোহীদের’ বোঝানো হচ্ছে, কাজ না হলে বহিষ্কার

নির্বাচন সামনে রেখে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী...

অন্দরসজ্জায় ভারসাম্য আনতে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

দামী আসবাব দিয়ে ঘর ভরে ফেললেই যে দেখতে সুন্দর...

দৈনন্দিন ব্যবহারে কীভাবে কাঠের আসবাব সুরক্ষিত রাখবেন

আসবাবপত্র তৈরির সবচেয়ে প্রাচীন উপকরণগুলোর একটি হলো কাঠ। প্রজন্মের...

উষ্ণ পরিবেশে আরাম পেতে ঘরের সাজে যেসব পরিবর্তন আনবেন

শীত এলেই ঘরে নেমে আসে কুয়াশা, ঠান্ডা সকাল আর...
spot_img

আরও পড়ুন

হিটারের দীর্ঘ ব্যবহার এড়িয়ে সুস্থ থাকুন

শীতের সময় ঘরের উষ্ণতা ধরে রাখতে রুম হিটার ব্যবহার বৃদ্ধি পায়। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের জন্য এটি প্রয়োজনীয়। তবে হিটার ব্যবহারের সময়...

ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার বাছাই করুন

শীতকালে ত্বকের পরিচর্যা করা অত্যন্ত জরুরি। সুস্থ, কোমল ও উজ্জ্বল ত্বকের জন্য ময়েশ্চারাইজারের ব্যবহার অপরিহার্য। তবে শুধু ময়েশ্চারাইজার ব্যবহার করলেই যথেষ্ট নয়; কীভাবে, কখন...

ভুল জুতায় নষ্ট হতে পারে পুরো লুক, জানুন সঠিক বাছাই

পোশাকের সঙ্গে সঠিক জুতা নির্বাচন পুরো সাজকে পরিপূর্ণ করে তোলে। কথায় আছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী— আর এই দর্শন মাথা থেকে পা পর্যন্ত সব...

ভাঙন আতঙ্কে চাঁদপুর, ৮২৭ কোটির প্রকল্প কি পারবে শহর বাঁচাতে?

চাঁদপুর মেঘনা পাড়ের মানুষের কাছে ‘চাঁদপুর শহর রক্ষা বাঁধ’ কেবল একটি অবকাঠামো নয়, এটি টিকে থাকার শেষ সম্বল। স্বাধীনতার পর থেকে দফায় দফায় সংস্কার...
spot_img