জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলমের যৌন হেনস্থা ও অন্যান্য গুরুতর অভিযোগকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে তোলপাড় চলছেই। এবার এই বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বিষয়টিকে ‘অত্যন্ত গুরুতর’ আখ্যা দিয়ে দাবি জানিয়েছেন—সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক।
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তামিম লিখেছেন, জাহানারা যে অভিযোগগুলো তুলেছেন, সবই গুরুতর এবং তা সত্য হলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু একজন জাতীয় ক্রিকেটার নয়, যে কোনো নারী বা ক্রীড়াবিদও এমন আচরণের শিকার হলে এটি অগ্রহণযোগ্য।
তিনি উল্লেখ করেছেন, শুধু বিসিবির অভ্যন্তরীণ তদন্ত যথেষ্ট নয়। তিনি বলেন, ‘বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে, তবে আমি মনে করি জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবির কোনো কর্মকর্তা থাকবে না। এতে পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।’
তামিম আরও যোগ করেছেন, ‘তদন্ত দ্রুত শেষ করে দোষীকে যথাযথ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।’ তিনি বিসিবির আগের দ্রুত সিদ্ধান্তকে নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, ‘একজন ক্রিকেটার যখন এত গুরুতর অভিযোগ করেন, সেগুলো খতিয়ে দেখা উচিত। যাচাই না করেই দ্রুত উড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়।’
নারী ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেছেন, যারা হেনস্তার শিকার হয়েছেন, তারা সাহসের সঙ্গে মুখ খুলুন। দেশের ক্রিকেট ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটি অপরিহার্য। তামিম প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আমাদের পাশে পাবেন। ন্যায়বিচার না হলে কোনো মেয়ে ভবিষ্যতে খেলাকে পেশা হিসেবে নিতে ভয় পাবে। আমরা সেটা হতে দিতে পারি না।’
জাহানারার অভিযোগের পর বিসিবি ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। তবে তামিমের আহ্বান তদন্ত প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সিএ/এমআরএফ


