সিলিকন ভ্যালিভিত্তিক টেক জায়ান্ট মেটা নিয়মিতভাবে তাদের প্ল্যাটফরমগুলোতে নতুন ফিচার যুক্ত করছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে কভার ফটো দেওয়ার নতুন সুবিধা।
এতদিন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরাই প্রোফাইলে কভার ফটো সেট করার সুযোগ পেতেন। তবে এখন থেকে সাধারণ ব্যবহারকারীরাও সেই সুযোগ পাবেন।
নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে পরীক্ষাধীন এই ফিচারটিতে ব্যবহারকারীরা প্রোফাইল সেটিংস থেকে কভার ফটো নির্বাচন করতে পারবেন। এর ফলে প্রোফাইলকে আরও আকর্ষণীয় ও ব্যক্তিগতভাবে সাজানো সম্ভব হবে।
এছাড়া ফিচারটির সঙ্গে নতুন গোপনীয়তা নিয়ন্ত্রণ ব্যবস্থাও যুক্ত হচ্ছে। ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন, তাদের কভার ফটো কে দেখতে পারবে। এই প্রাইভেসি সেটিংস প্রোফাইল ছবি ও স্ট্যাটাসের মতোই কাজ করবে এবং এতে থাকবে তিনটি বিকল্প—
- Everyone: সবাই কভার ফটো দেখতে পারবে, এমনকি যারা কনট্যাক্টে নেই তারাও।
- My Contacts: শুধুমাত্র সংরক্ষিত কনট্যাক্টরা দেখতে পারবে।
- Nobody: কেউই কভার ফটো দেখতে পারবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিটা সংস্করণে চালু করা হবে।
সিএ/এমআর


