দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা জারি করা হয়েছে। সীমান্ত দিয়ে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা ভারতে পালাতে না পারে, সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে এই সতর্কতা কার্যকর করা হয়েছে। চেকপোস্ট দিয়ে যাত্রীদের পাসপোর্ট ও পরিচয় যাচাইয়ের পরই তাদের চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
আরিফুল ইসলাম জানান, চিত্রনায়ক সালমান শাহ হত্যায় জড়িতরা যাতে সীমান্ত দিয়ে দেশত্যাগ করতে না পারে, এজন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যাদের নামে স্টপলিস্ট করা হয়েছে, তারা যেন কোনোভাবে দেশত্যাগ করতে না পারে, সে বিষয়েও কড়া নজরদারি রয়েছে।
স্মরণযোগ্য, সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর আদালত সম্প্রতি তার সাবেক স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। রমনা থানায় দায়ের করা মামলায় ১১ জনকে এজাহারভুক্ত আসামি ও কয়েকজন অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিরা যাতে দেশত্যাগ না করতে পারে, পুলিশ ইতিমধ্যেই তাদের নাম ও তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।
সিএ/এমআর


