ডেনমার্ক গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। স্থানীয় সময় সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রয়্যাল ডেনিশ সেনাবাহিনীর প্রধান পিটার বয়েসেন ও সৈন্যদের একটি দল পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গারলুসুয়াতে অবতরণ করেন।
পাবলিক ব্রডকাস্টার টিভি২ জানিয়েছে, ৫৮ জন ডেনিশ সেনা আর্কটিক অঞ্চলে অবতরণ করেছে এবং অপারেশন আর্কটিক এন্ডুরেন্স নামে চলমান বহুজাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য আগে পাঠানো প্রায় ৬০ জন সেনার সাথে যোগ দিয়েছে। এই মহড়া আর্কটিক অঞ্চলে নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে পরিচালিত হচ্ছে।
ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ডেনিশ সশস্ত্র বাহিনী মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে, এই মোতায়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের পরিকল্পনার কয়েক ঘন্টা পর ঘটেছে। ট্রাম্প আগেই উল্লেখ করেছিলেন, আর্কটিক অঞ্চলের খনিজ সম্পদ ও কৌশলগত গুরুত্বের কারণে মার্কিন সামরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ।
ডেনমার্ক প্রকাশ্যেই জানিয়েছে, তারা গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে আলোচনা করছে, তবে দ্বীপটি বিক্রির কোনো পরিকল্পনা নেই। তারা জানিয়েছে, কোনো জোরপূর্বক দখলের প্রচেষ্টা ন্যাটোর স্থিতি ও সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ট্রাম্পের পদক্ষেপ ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে দীর্ঘ কয়েক দশকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে। একই সঙ্গে এটি ন্যাটোর ভবিষ্যত ও আর্কটিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুট সোমবার ডেনিশ প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোটজফেল্ডের সঙ্গে দেখা করেছেন। এ সময় ডেনিশ ভূখণ্ডে যৌথ ন্যাটো মিশন ও আর্কটিক নিরাপত্তা বৃদ্ধির প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
সূত্র: আল জাজিরা
সিএ/এসএ


