এফএ কাপের ইতিহাসে ৯২ বছর পর আবারও সর্বোচ্চ গোলের ব্যবধানে জয় পেল ম্যানচেস্টার সিটি।
ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় পেপ গার্দিওলার দল তৃতীয় বিভাগের ক্লাব এক্সেটার সিটিকে ১০-১ গোলে উড়িয়ে দিয়ে নতুন এক ইতিহাস গড়েছে। সিটির আক্রমণভাগের তোপে পুরো ম্যাচজুড়েই একপ্রকার অসহায় ছিল এক্সেটার।
শনিবার (১১ জানুয়ারি) রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের এই ম্যাচে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে একের পর এক বল পাঠিয়ে ম্যাচ কার্যত একপেশে করে তোলে তারা। শেষ পর্যন্ত ১০-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই জয় এফএ কাপে ম্যানচেস্টার সিটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলের ব্যবধানে জয়। একই সঙ্গে এটি পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের প্রথম ম্যাচ, যেখানে তার দল কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ১০ বা তার বেশি গোল করেছে। তবে ঐতিহাসিক এই ম্যাচে ডাগআউটে উপস্থিত ছিলেন না গার্দিওলা। ব্রাইটনের বিপক্ষে ম্যাচে টাচলাইনে অসংযত আচরণের কারণে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় ভুগতে হয় তাকে। ফলে এক্সেটারের বিপক্ষে ম্যাচটি তিনি গ্যালারি থেকেই উপভোগ করেন।
এই ম্যাচে আরও একটি বিরল কীর্তি গড়েছে ম্যানচেস্টার সিটি। ১৯৮৬ সালের পর এই প্রথম কোনো ইংলিশ শীর্ষ লিগের দল সব প্রতিযোগিতা মিলিয়ে এক ম্যাচে ১০ বা তার বেশি গোল করল। সর্বশেষ এমন কীর্তি গড়েছিল লিভারপুল, যারা ১৯৮৬ সালে লিগ কাপে ফুলহ্যামকে ১০-০ গোলে হারিয়েছিল। এফএ কাপে এর আগে ১৯৬০ সালে টটেনহ্যাম হটস্পার ক্রুকে ১৩-২ গোলে হারিয়েছিল।
এক্সেটারের শেষ মুহূর্তের সান্ত্বনাসূচক গোলের কারণে সিটি নিজেদের এফএ কাপে সর্বোচ্চ ৯ গোলের ব্যবধানের রেকর্ড ভাঙতে পারেনি। তবে ১৯৩২-৩৩ মৌসুমের পর এই প্রথম তারা আবার ৯ গোলের ব্যবধানে জয়ের কাছাকাছি পৌঁছাল। ওই মৌসুমে তৃতীয় রাউন্ড রিপ্লেতে গেটসহেডকে ৯-০ গোলে হারিয়েছিল সিটি।
এই ম্যাচের মাধ্যমে টানা ১১ মৌসুম ধরে এফএ কাপের তৃতীয় রাউন্ডে তিন বা তার বেশি গোলের ব্যবধানে জয়ের রেকর্ডও ধরে রাখল ম্যানচেস্টার সিটি। ২০১৪-১৫ মৌসুমের পর থেকে তারা কখনোই এই রাউন্ডে তিন গোলের কম ব্যবধানে জয় পায়নি।
ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে কয়েকজন সিটি খেলোয়াড়ের জন্য। অভিষেক ম্যাচেই গোল করে নজর কেড়েছেন অ্যান্তোইন সেমেনিও। তার ব্লক হওয়া শট থেকেই গোল করেন রদ্রি। চলতি মৌসুমে তিনটি আলাদা ম্যাচে গোল ও অ্যাসিস্ট দুটোই করার কীর্তি গড়েছেন সেমেনিও, যা প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।
প্রথমার্ধেই এক্সেটারের দুটি আত্মঘাতী গোল পায় ম্যানচেস্টার সিটি। রায়ান ম্যাকঅ্যাডু ও ম্যাক্স অ্যালেইনের গোলে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে গোলদাতার সংখ্যা দাঁড়াল ১৮ জনে। তবে এত বড় জয়ের ম্যাচেও গোলের দেখা পাননি দলের প্রধান তারকা আর্লিং হলান্ড।
সিএ/এসএ


