মিরপুরে শুরু হওয়া টেস্টে খেলতে নেমেই ক্রিকেট ইতিহাসের একটি মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার সম্মান অর্জন করা এই উইকেটকিপার ব্যাটার প্রথম ইনিংসেই দারুণ ফর্মে রয়েছেন।
প্রথম দিনের খেলা শেষে ৯৯ রানে অপরাজিত থেকে মুশফিক সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন, আর তার সঙ্গে লিটন দাসও ৪৭ রানে অপরাজিত থাকায় বাংলাদেশ বড় সংগ্রহের পথে এগোচ্ছে। ১ম দিনে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৯২ রান।
সিলেট টেস্টে ১৬৮ রানের রেকর্ড জুটি গড়া দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় মিরপুরেও ভালো শুরু করেছিলেন। তবে আইরিশ স্পিনার ম্যাথু ম্যাকব্রাইনের তীক্ষ্ণ বোলিংয়ের মুখে দুজনেরই হাফসেঞ্চুরি হাতছাড়া হয়। সাদমান ৩৫ রান করে লেগ বিফোরের ফাঁদে আউট হন, যা প্রথমে আম্পায়ারের দ্বারা বাতিল হয়; পরে রিভিউতে আউট দেন। জয়ও ৩৪ রান করে মিড-অফে ক্যাচ দিয়ে ফেরেন।
চারে নেমে নাজমুল হোসেন শান্ত বেশি সময় ব্যর্থ থাকলেও চাপ সামলে লং অনে একটি ছক্কা হাঁকিয়ে দলের মনোবল ধরে রাখেন। তবে পরের বলেই তিনি বোল্ড হয়ে দল তৃতীয় উইকেট হারায়, তখন সংগ্রহ ৯৫ রান।
এরপর মুশফিক ও মুমিনুল ধীর গতিতে হলেও দলের হাল ধরেন। দুজন মিলে চতুর্থ উইকেট জুটিতে ১০৭ রান যোগ করেন। মুমিনুল ৬৩ রান করে আউট হন, কিন্তু মুশফিক লিটন দাসের সঙ্গে দিনের শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যান।
মুশফিকের শতক আগামীকাল বাংলাদেশের প্রথম ইনিংসকে বড় সংগ্রহে পরিণত করতে পারে। সাথে লিটনের সাবলীল ব্যাটিংয়ে ৪০০–৪৫০ রানের লক্ষ্য দিয়ে ইনিংস শেষ করার আশা করছে বাংলাদেশ।
সিএ/এমআরএফ


