বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম। দেশের হয়ে সর্বাধিক টেস্ট খেলার রেকর্ডধারী সাবেক এই অধিনায়ক আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আইরল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট খেলতে নামবেন। সিলেটে আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারানো ম্যাচটি ছিল মুশফিকের ৯৯তম টেস্ট।
বিসিবি মাইলফলকটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছে। মিরপুর হোম অব ক্রিকেটে মুশফিকের পরিবারকে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হবে। এছাড়া ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ব্যাট এবং ক্রেস্টও দেওয়া হবে। ১৯ নভেম্বর শের-ই বাংলা স্টেডিয়ামে মুশফিকের এই বিশেষ দিনের পরিবেশ হবে উচ্ছ্বাসপূর্ণ ও আনন্দময়।
ভক্ত ও সমর্থকদের মধ্যে প্রশ্ন রয়েছে, শততম টেস্টের পর কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন মুশফিক? জানা গেছে, লাল বলের ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন মুশফিক। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এই প্রসঙ্গে মন্তব্য করেছেন।
শান্ত বলেন, মুশফিকের শততম টেস্ট একটি বড় অর্জন। পুরো পাঁচ দিনের ম্যাচটিকে উদযাপন করার সুযোগ থাকবে। এমন একটি মাইলফলক যা আগে কখনও বাংলাদেশের ক্রিকেটে হয়নি। তাই এই খেলোয়াড়কে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, শততম টেস্টের পরও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন মুশফিক, কারণ অভিজ্ঞ খেলোয়াড় টেস্ট দলে অত্যন্ত প্রয়োজন।
মুশফিক আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এবং চলতি বছর ওয়ানডে ক্রিকেটও ছেড়েছেন।
সিএ/এমআরএফ


