টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পরও ঘরের মাঠে ধারা বজায় রাখতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ১৬ ও ১৪ রানে হারের পর টাইগাররা ধবলধোলাইয়ের শঙ্কায় পড়েছে। সিরিজের শেষ ম্যাচে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়ে মান বাঁচানোর লড়াই করবে বাংলাদেশ।
বাংলাদেশ এই সিরিজে জয় পেলে রেকর্ড গড়ার সুযোগ পেত, যা কখনো করতে পারেনি। ওয়ানডে সিরিজ জয়ের পর টাইগাররা টি-টোয়েন্টিতে নামার সময় সব দিক থেকেই фавারিট হিসেবে বিবেচিত হচ্ছিল। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিক দলকে হোয়াইট ওয়াশের প্রতিশোধ নিতে পারিনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা টাইগারদের লক্ষ্য হবে হোয়াইট ওয়াশ প্রতিশোধ নেওয়া।
অথচ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে শেষ ১৫ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জয় পেয়েছে। এর মধ্যেও তারা বাংলাদেশের ঘরের মাঠে সিরিজে দুই ম্যাচ জিতে সিরিজে সুবিধা নিয়েছে। ইতিহাস বলছে, দুই দল টি-টোয়েন্টিতে ২১ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজ ১১ ম্যাচে জয় পেয়েছে, ২ ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটারদের দায়িত্বশীল খেলা জরুরি। বিশেষ করে মিডল অর্ডারের দীর্ঘদিনের রানখরা থেকে তাওহীদ হৃদয়, জাকের আলি ও শামীমদের বের হয়ে আসা প্রয়োজন।
ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে আরও মাত্র চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ, তাই সিরিজের শেষ ম্যাচটি মান বাঁচানোর বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
সিএ/এমআর


 
                                    
