টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি বলই গুরুত্বপূর্ণ। ১২০ বলের এই সংস্করণে ব্যাটারদের ডট বলের সংখ্যা কমানো বাংলাদেশ দলের জন্য এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ব্যাটাররা নিয়মিত ডট বল খেলায় আটকে থাকায় ম্যাচের ফলাফলে প্রভাব পড়ছে। বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে আটকে রাখলেও ব্যাটিং ব্যর্থতায় দল হারের মুখে পড়ছে।
গতকাল চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ১৪ রানে হারের পরও বাংলাদেশি ব্যাটাররা প্রচুর ডট বল খেলেছেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক তানজিদ তামিম বলেন, ডট বল কমানো আমাদের প্রধান লক্ষ্য হতে হবে। আমরা দেখেছি, যদি ডট বলের সংখ্যা কমানো যেত, তাহলে চাপ কম হতো। আমাদের খুঁজে বের করতে হবে কীভাবে মাঝের ওভারগুলোতে ডট বল কমিয়ে খেলার গতি বাড়ানো যায়।
নিজে ফিফটি স্কোর করলেও তামিম ম্যাচ হারের কারণে হতাশ। তিনি বলেন, ‘ম্যাচ না জেতায় ব্যক্তিগত স্কোরের কোনো মূল্য নেই। উইকেট যেমন ছিল, ব্যাটারদেরই শেষ করতে হতো। নতুন ব্যাটারদের জন্য এই উইকেট কঠিন হয়ে দাঁড়ায়। আমার মনে হয়, আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম, হয়তো ম্যাচটি আমাদের হয়ে যেত।’
সিএ/এমআর


