বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা ব্যাটার মুশফিকুর রহিম শীঘ্রই আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচ খেলবেন। বর্তমানে তিনি লাল বলের ফরম্যাটে ৯৮টি টেস্ট খেলে ফেলেছেন। শুধু ব্যক্তিগত কীর্তি নয়, এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও প্রথম কোনো ক্রিকেটারের এমন এক মাইলফলক।
আইরিশদের বিপক্ষে নভেম্বরে অনুষ্ঠিতব্য টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সূচি ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে। দ্বিতীয় টেস্টে ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবেন মুশফিক। সিরিজের প্রথম টেস্ট ১১ নভেম্বর শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ৬ নভেম্বর বাংলাদেশে পৌঁছাবে আয়ারল্যান্ড দল। তবে বাংলাদেশের টেস্ট অধিনায়ক কে হবেন, তা এখনও চূড়ান্ত করা হয়নি।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, “একশো টেস্ট ম্যাচ খেলা বিরাট অর্জন। এটি দেশের ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ঘটছে। শুধুমাত্র বোর্ডই নয়, যারা ক্রিকেট ভালোবাসেন তারাও এই অর্জন উদযাপন করবেন।”
৩৮ বছর বয়সী মুশফিক এখন পর্যন্ত ৯৮ টেস্টে ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটির সাহায্যে ৬,৩২৮ রান করেছেন, গড় ৩৮.১০। টেস্ট ম্যাচ খেলার দিক থেকে তার পরে অবস্থান করছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক ৭৩ ম্যাচে, সাকিব আল হাসান ৭১, তামিম ইকবাল ৭০ এবং মোহাম্মদ আশরাফুল ৬১ টেস্টে।
টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল চট্টগ্রামে সরব করবে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
সিএ/এমআর


