Home খেলাধুলা ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ক্রিস ওকস

ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ক্রিস ওকস

0
ছবি- ক্রিকইনফো

ভারতের বিপক্ষে চলমান ওভাল টেস্টে ফিল্ডিং করতে গিয়ে বাঁ কাঁধে চোট পেয়ে পুরো ম্যাচ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস। ম্যাচের প্রথম দিন করুণ নায়ারের একটি শট ঠেকাতে গিয়ে বাউন্ডারির কাছে ডাইভ দেন ওকস। বল বাঁচালেও নিজের বাঁ কাঁধে গুরুতর আঘাত পান তিনি। প্রাথমিক চিকিৎসার পর মাঠ ছাড়েন এবং আর ফেরেননি। স্ক্যান রিপোর্ট এখনো প্রকাশ না হলেও বিবিসি নিশ্চিত করেছে, তিনি আর মাঠে নামছেন না।

ইতিমধ্যে ইংল্যান্ড দলে ইনজুরির তালিকা লম্বা হচ্ছে। আগের টেস্টে ছিটকে গেছেন অধিনায়ক বেন স্টোকস, যার জায়গায় এবার নেতৃত্ব দিচ্ছেন ওলি পোপ। এবার ওকসের অনুপস্থিতিও দলের জন্য বড় ধাক্কা। চলতি সিরিজে তিনি ১১ উইকেট নিয়েছেন।

ওভাল টেস্টে প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২০৪ রান। দ্বিতীয় দিন ৮ উইকেটে ২২০ রানে ব্যাট করছে ভারত। যদিও বৃষ্টির কারণে খেলা বারবার বিঘ্নিত হচ্ছে।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version