Home আন্তর্জাতিক বিধানসভায় মোবাইলে ‘তাস খেলায়’ ধরা পড়ায় কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটেকে সরিয়ে দেওয়া হলো

বিধানসভায় মোবাইলে ‘তাস খেলায়’ ধরা পড়ায় কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটেকে সরিয়ে দেওয়া হলো

0

মহারাষ্ট্রের বিধানসভায় অধিবেশন চলাকালীন মোবাইলে ‘জঙ্গলি রামি’ খেলতে ধরা পড়া কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটেকে কৃষি মন্ত্রণালয় থেকে সরিয়ে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এই রদবদল মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বৈঠকের পর হয়।

মানিকরাও কোকাটে এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর সদস্য। গত মাসে বিধানসভায় বসে মোবাইলে গেম খেলতে দেখা যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এনসিপির এক নেতাও তাকে কঠোর ভাষায়批ন্য করেন এবং কৃষকদের দুর্দশার পেছনে মন্ত্রীর উদাসীনতা আক্রমণ করেন।

কোকাটে অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ভিডিওতে গেমটি অনিচ্ছাকৃতভাবে মোবাইলে খুলে যায় এবং তিনি সেটি বন্ধ করার চেষ্টা করছিলেন। তবে বিরোধীরা এটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করছে বলেও তিনি অভিযোগ করেন।

এছাড়াও, কিছু সময় আগে তিনি কৃষকদের ফসল বীমা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা বিরোধীদের আক্রমণের মুখে ফেলে। মানিকরাও তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হওয়ার দাবি করেন এবং কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এই ঘটনার প্রেক্ষিতে মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version