Home খেলাধুলা শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতিতেই হবে বিশ্বকাপে সাফল্যের চাবিকাঠি: শান্ত

শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতিতেই হবে বিশ্বকাপে সাফল্যের চাবিকাঠি: শান্ত

0
নাজমুল হোসেন শান্ত। ছবি: ফাইল

বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্ত ভাঙতে হলে কেবল প্রত্যাশা নয়, প্রয়োজন কঠোর প্রস্তুতির—এমনটাই মনে করেন বাংলাদেশ দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ভালো করতে হলে মানসিক প্রস্তুতি, স্কিল ডেভেলপমেন্ট এবং কন্ডিশন অনুযায়ী অনুশীলন অপরিহার্য।

একান্ত সাক্ষাৎকারে শান্ত বলেন, ‘বিশ্বকাপে শুধু আশা নিয়ে গেলে হবে না। কোন দলের বিপক্ষে খেলছি, কেমন কন্ডিশনে খেলছি, সব বিবেচনায় নিয়ে প্রস্তুতি নিতে হবে। টি-২০ ফরম্যাটে নির্দিষ্ট দিনে ভালো খেললে জয় সম্ভব। আমাদের ব্যাটিং ক্লিক করলে এবং বোলিংয়ের ধারাবাহিকতা থাকলে ভালো ফল সম্ভব।’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। তবে শান্তর বিশ্বাস, ঘরের মাঠে বড় দলগুলোকে হারানো সম্ভব। তিনি বলেন, ‘হোম কন্ডিশনে আমরা অনেক বড় দল। এই সিরিজগুলো জেতা সম্ভব।’

ব্যক্তিগত লক্ষ্যের কথা জানিয়ে শান্ত বলেন, তিন ফরম্যাটেই নিয়মিত খেলা এবং দলে ফিরেই আগামী টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া তাঁর লক্ষ্য।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version