বিশ্বের জনপ্রিয় নেভিগেশন সেবা গুগল ম্যাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসছে নতুন ফিচার—‘পাওয়ার সেভিং মোড’। এটি ফোনের নিজস্ব ব্যাটারি সেভিং মোড থেকে আলাদাভাবে কাজ করবে, অর্থাৎ ব্যাটারি সেভ মোড অন বা অফ থাকুক, নিজস্বভাবে সক্রিয় হতে পারবে।
নতুন মোড চালু হলে ম্যাপের ইন্টারফেস একরঙা (Monochrome) রূপে পরিবর্তিত হবে। স্ক্রিনে ভবন, রাস্তা বা জায়গার রঙিন চিহ্ন দেখা যাবে না, শুধুমাত্র দিকনির্দেশনার তীরচিহ্ন, পৌঁছানোর সম্ভাব্য সময় ও দূরত্ব প্রদর্শিত হবে।
ফিচারটি হাঁটা, গাড়ি চালানো এবং মোটরসাইকেল ভ্রমণের সময় কার্যকর হবে। এছাড়া ভয়েস গাইডেন্স থাকবে, তাই স্ক্রিন একরঙা হলেও ব্যবহারকারী কণ্ঠনির্দেশনা শুনে গন্তব্যে পৌঁছাতে পারবেন। গুগল এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে, তবে শিগগিরি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হতে পারে।
সিএ/এমআর


