২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে শর্তসাপেক্ষে ১০০ জন হজ গাইড নিয়োগ দিয়েছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।
আদেশ অনুযায়ী, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালার শর্ত মেনে মক্কা, মদিনা, মিনা, আরাফা ও মুজদালিফাসহ বিভিন্ন স্থানে হজযাত্রীদের সার্বক্ষণিক সহায়তা করবেন এই গাইডরা। নিয়োগের পর প্রত্যেক গাইডকে হজ অফিস, ঢাকায় নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা সম্পাদন করতে হবে।
প্রতিটি হজ গাইডকে গড়ে প্রায় ৪৬ জন হজযাত্রীর দায়িত্ব নিতে হবে। যাত্রা শুরুর আগ থেকে দেশে প্রত্যাবর্তন পর্যন্ত তারা হাজীদের দিকনির্দেশনা, যোগাযোগ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবেন। হজযাত্রীদের তালিকা পাওয়ার পর গাইডদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে।
এছাড়া বায়োমেট্রিক সম্পাদন, টিকা গ্রহণ, পাসপোর্ট জমা, ভিসা আবেদন ও বিমান টিকিট সংগ্রহে হজযাত্রীদের সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবে অবস্থানকালে হজ প্রশাসনিক দলের তত্ত্বাবধানে গাইডরা দায়িত্ব পালন করবেন।
আদেশে আরও বলা হয়েছে, হজ গাইডরা কোনো ব্যক্তিগত লেনদেনে যুক্ত হতে পারবেন না এবং সব সময় নম্র ও শালীন আচরণ বজায় রাখতে হবে। কোনো হাজী অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা ও কেউ হারিয়ে গেলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে। দেশে ফেরার পর একটি লিখিত প্রতিবেদন দাখিল করাও বাধ্যতামূলক করা হয়েছে।
সিএ/এমআর


