Home আঞ্চলিক প্রজন্ম সংসদ চট্টগ্রাম-৫ আসন হতে  শেখ আব্দুল্লাহ ইয়াছিন নির্বাচিত

প্রজন্ম সংসদ চট্টগ্রাম-৫ আসন হতে  শেখ আব্দুল্লাহ ইয়াছিন নির্বাচিত

0

নাছির উদ্দিন    

চট্টগ্রাম-৫ আসন(হাটহাজারী-জালালাবাদ এলাকা)  হতে প্রজন্ম সংসদের ২৩ জানুয়ারি জাতীয় অধিবেশনে অংশগ্রহনের জন্য নির্বাচিত  হয়েছে শেখ আব্দুল্লাহ ইয়াছিন। সে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের উচ্চ মাধ্যমিক  দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ইউনিসেফ বাংলাদেশের একজন শিশু সাংবাদিক।

শেখ আব্দুল্লাহ ইয়াছিন   বলেন “আমি খুবই আন্দদিত আমাকে চট্টগ্রাম-০৫ আসন হতে শিশুদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ায়। আমি চেষ্টা করব শিশুদের কথা তুলে ধরার। সে সাথে  ধন্যবাদ জানাই অনুষ্ঠানের আয়োজকদের”।।

 উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার’স ক্লাবে প্রজন্ম সংসদের জাতীয় অধিবেশন অনুষ্ঠিত  হতে যাচ্ছে। এতে বাংলাদেশের ৩০০ আসনের প্রতিনিধিরা অংশ নেবে ।

শিশুদের সমস্যা তুলে ধরা ও শিশুদের অধিকার বাস্তবায়নের জন্য ইউনিসেফ বাংলাদেশ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন গঠন করেছেন ‘বাংলাদেশ প্রজন্ম সংসদ’। বাংলাদেশ প্রজন্ম সংসদের মূল উদ্দশ্য হলো যারা আইনপ্রনেতা ও নিতীনির্ধারক তাদের সাথে এই শিশুদের সরাসরি সংযোগ তৈরি করা। যেনো তাদের সমস্যা ও অধিকার বাস্তবায়ন সম্পর্কে জানাতে পারে, এবং সমস্যা অনুযায়ী সুরহা করতে পারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version