Home আঞ্চলিক খুলনায় গুলি ও কুপিয়ে চরমপন্থী নেতাকে হত্যা

খুলনায় গুলি ও কুপিয়ে চরমপন্থী নেতাকে হত্যা

0
হত্যাপ্রতীকী ছবি

খুলনা সোনাডাঙ্গা মডেল থানার সঙ্গীতা সিনেমা হলের নিচের একটি টায়ারের দোকানে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শেখ শাহাদাত হোসেন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, নিহত শাহাদাত একসময় ‘জনযুদ্ধ’ নামের চরমপন্থী দলের নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

ঘটনার বর্ণনায় পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার দিকে কয়েকজন যুবক সঙ্গীতা সিনেমা হলের বিপরীতে থেকে শাহাদাতকে ধাওয়া দেয়। জীবন রক্ষার জন্য তিনি একটি টায়ারের দোকানে আশ্রয় নেন। কিন্তু দুর্বৃত্তরা সেখানে ঢুকে তার ওপর গুলি চালায়। তিনটি গুলি তার শরীরে লাগে। গুলির পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় তাকে।

স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আজম খান জানিয়েছেন, ‘শাহাদাত ‘জনযুদ্ধ’ নামের চরমপন্থী দলের নেতা ছিলেন। তার শরীরে গুলির পাশাপাশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version