Home আঞ্চলিক রোটারী ক্লাব চিটাগং প্রাইম এর শীতবস্ত্র বিতরণ-

রোটারী ক্লাব চিটাগং প্রাইম এর শীতবস্ত্র বিতরণ-

0

প্রেস বিজ্ঞপ্তিঃ

গরীব-দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অফ চিটাগং প্রাইম।

রবিবার (১২ জানুয়ারি)  রাতে দ্বিতীয় দফায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করেন ক্লাবের সদস্যরা। দেওয়ান হাট, স্টেশন রোড, লালদীঘি এবং আন্দরকিল্লা এলাকার ছিন্নমূল মানুষেরা এসময় কম্বল ও সোয়েটার পেয়ে আবেগাপ্লুত হয় পড়েন।

শীতবস্ত্র বিতরণকালে রোটারী ক্লাব অফ চিটাগং প্রাইম এর চ্যাটার্ড প্রেসিডেন্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি আন্তরিক হয়ে নিজ নিজ অবস্থান থেকে অসহায়, দরিদ্রদের সহযোগিতায় এগিয়ে আসে এবং তাদের পরিচর্যা ও সুশিক্ষায় শিক্ষিত করার কাজে সহযোগিতা করে, তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। এসময় অন্যান্যদের মধ্যে ক্লাবের সেক্রেটারি হেলাল উদ্দিন, মুজাহিদুল রানা, আরিফসহ ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version