Home সাহিত্য ছড়া/কবিতা “আগামীতে আগামীদের হালখাতা” পর্ব ২ কবিতা “অন্ধকার”

“আগামীতে আগামীদের হালখাতা” পর্ব ২ কবিতা “অন্ধকার”

চ্যানেল আগামী বাংলাদেশের শিশু-কিশোরদের নিয়ে কাজ করা অনলাইনভিত্তিক একটা নিউজ পোর্টাল বা সংবাদ পত্রিকা। যেখানে বাংলাদেশের শিশু-কিশোররা তাদের সৃষ্টিশীল, গঠনমূলক এবং নান্দনিক যেকোন কিছুই তুলে ধরতে পারবে।। আর তারই অংশ হিসেবে সাহিত্য সংস্কৃতি নিয়ে চ্যানেল আগামীর নিয়মিত সাপ্তাহিক আয়োজন ---- "আগামীতে আগামীদের হালখাতা" র আজ দ্বিতীয় পর্ব ।

0

কবিতাঃ—–

অন্ধকার

আফরিন রহমান

রোদদগ্ধ শহর

চলার পথ ধূলিধূসর, নিষ্ঠুরতার রুক্ষ

আর যেন অন্তহীন প্রতিটি মুহূর্তে

বেরিয়ে আসছে

অজানা কালো গহব্বর থেকে।

তবু নিঃশব্দ পথগুলো নীরবে

চলছে ধ্বংসের পথে।

পাশবিক হিংস্রতা,

হিংস্রতায় দু- চোখ ধকধক্ জ্বলে।

তাদের চোখে স্বার্থে অন্ধ,

মানুষকে মানুষ না দেখে কুকুর জ্ঞান করে।

তাদের দৃষ্টি অপরিচ্ছন্ন, চোখ নকল।

মানুষের চোখে বৈরিতা,

তবে কুকুরের চোখে বৈরিতা নেই।

বর্তমান মানুষগুলো আপাদমস্তক

দেখতে শুনতে মানুষ হলেও

স্বভাব তাদের কুকুরের মতো।

তাদের ঘর আছে,

কিন্তুু তাদের ঘরে প্রবেশের দরজা নেই।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version