ইচ্ছেডানা

0

জান্নাতুন নাছেরা জুঁই

অনেক দিন পর আজ আবার লিখতে বসেছি। একটা সময় ছিল যখন হুট করে কোনো শব্দ মাথায় আসতেই ছট করে দোরে খিড়কি মেরে কাগজ কালি নিয়ে বসে পড়তাম বাক্যন্তরিত করতে।এখন ব্যাস্ত সময় হয়তো বা লিখার কিছু নেই মোটেই তা না।

অজস্র শব্দ মস্তিষ্কে ঘুরপাকায় প্রতিক্ষন লিখবো লিখবো করে কবে যে, বিস্মৃতির অতলে হারিয়ে যায় সেই খুঁজ আজকাল আর রাখা হয় না।

.

যেই নীলাভ ছায়ালোকের রহস্য নিয়ে আমার সীমাহীন ভাবনা,

যার বিশালতার অন্ত নিয়ে আমার যত মাথাব্যাথা৷ কত কাল হলো ক্যালেন্ডারের পাতা উল্টে ঠিকই কয়েক সিড়ি বেয়ে তাকে দেখতে যাওয়াটুকু হয় না।

ভীষন প্রিয় ভোরবেলার কান্তিমতী প্রকৃতির নৈসগিক রূপের অনিল গন্ধবাহ সৌন্দর্যের জানান দেয় বারবার। সেই শোভাময়ীতা আচ্ছাদিত করার আমার সে কি অভিলাষ, আকিঞ্চন।

.

আজকাল সকল অভিলাষ, অভিরুচি গুলো দীর্ঘশ্বাসে বেঁচে আছে।

ভালোলাগা, খারাপ লাগা, চাওয়া পাওয়ার চেষ্টায় আমি বড্ড ক্লান্ত।

কোনো কিছু নিয়ে উৎসাহ উদ্দীপনা নেই।

জীবন আমার যেভাবে যাচ্ছে এভাবেই চলে যাক আমার সকল ইচ্ছেগুলো আমার কাছেই থাক নতুন ভোরের আশায়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version