Home সাহিত্য ছড়া-কবিতা আগামীতে আগামীদের হালখাতাঃ-(পর্ব ২) প্যারোডি

আগামীতে আগামীদের হালখাতাঃ-(পর্ব ২) প্যারোডি

চ্যানেল আগামী বাংলাদেশের শিশু-কিশোরদের নিয়ে কাজ করা অনলাইনভিত্তিক একটা নিউজ পোর্টাল বা সংবাদ পত্রিকা। যেখানে বাংলাদেশের শিশু-কিশোররা তাদের সৃষ্টিশীল, গঠনমূলক এবং নান্দনিক যেকোন কিছুই তুলে ধরতে পারবে।। আর তারই অংশ হিসেবে সাহিত্য সংস্কৃতি নিয়ে চ্যানেল আগামীর নিয়মিত সাপ্তাহিক আয়োজন ---- "আগামীতে আগামীদের হালখাতা" র আজ দ্বিতীয় পর্ব ।

0

প্যারোডি

 

ভাল ছাত্রের কথা মনে পড়ে যায়

নিলক্ষা বিশাল হল রুম, হাজার হাজার ছাত্র ঐ রুমে আর

সেখানে  কড়া , মিষ্টভাষী,ভয়ংকর ,আদুরে স্যার ম্যাডাম আছে কয়েক হাজার ।

ভাল ছাত্র ,খারাপ ছাত্র ,মাঝারি ছাত্র, ঝড়েবক ছাত্র দিয়ে ভরা যখন হলরুম

তখন হঠাৎ কেন দেখা দেয় তীব্র হুংকার দিয়ে

মস্ত কড়া স্যার?

অতি অকস্মাৎ

স্তব্ধতার দেহ ছিঁড়ে কার ধ্বনি? কার হুংকার?

গোল হয়ে আসুন সকলে,

ঘন হয়ে আসুন সকলে,

আমার মিনতি আজ হলে হেল্প করব সকলে সকলকে।

পুরনো ফেলের স্মৃতি হঠাৎ হানা দেয় ছাত্রদের বন্ধ দরোজায়।

এই কঠিন স্যারের গার্ডে

ভাল ছাত্রের কথা মনে পড়ে যায়।

স্যার যখন একটু ঘুমে

উত্তর ভরা খাতা নিয়ে আবার ভাল ছাত্র দেখা দেয় সে রুমে।

ভাল ছাত্রের সিট ফার্স্ট বেঞ্চে যে ছিল,

হলরুমে ভাল ছাত্র একদিন দিয়েছিল ডাক

প্রি-টেস্টের সময়।

আবার হলরুমে সকলের বুঝি পড়ে যায় মনে ,

ভাল ছাত্রের কথা মনে পড়ে যায়

যখন কড়া স্যার নেমে আসে এই রুমে;

ভাল ছাত্রের কথা মনে পড়ে যায়

যখন রুম ছেয়ে যায় আদুরে ম্যাডামদের আড্ডায়;

ভাল ছাত্রের কথা মনে পড়ে যায়

যখন আমার খাতা স্যার নিয়ে যায়;

ভাল ছাত্রের কথা মনে পড়ে যায়

যখন আমার সিট চেঞ্জ করে দেয়া হয় ;

ভাল ছাত্রের কথা মনে পড়ে যায়

যখন আমারই রুমে আমার খাতায় লাল কালির দাগ ঝড়ে প্রতিটি পৃষ্ঠায়।

আসুন,আসুন তবে আজ এই বিভীষিকাময় হলরুমে ;

যখন স্যার সবার খাতা নিয়ে যায়,

তখন কে থাকে ঘুমে ? কে থাকে ভেতরে?

কে একা নিঃসঙ্গ বসে লিখতে থাকে?

সমস্ত খাতা অবশেষে স্যারের ডেস্কে গিয়ে জমে।

ভাল ছাত্রের বলে দেয়া উত্তর যেন সারা রুমে

পাহাড়ি ঢলের মতো নেমে এসে সবাইকে পাশ করায়,

অভাগা ছাত্ররা যেন আবার জেগে ওঠে এ আশায়

যে, ভাল ছাত্রের উত্তর একদিন আসবে হল রুমে,

আবার সুযোগ বুঝে স্যারদের ফাঁকি দিয়ে ভাল ছাত্র

দিবে ডাক, “জাগো বাহে , কোনঠে সবায়?”

 

(‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ এর প্যারোডি ভার্শন ‘ভাল ছাত্রের কথা মনে পড়ে যায়’)

 

লেখাঃ জুলকার নাইন মাহফুজ

ছবিঃ সংগৃহীত

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version