Home আঞ্চলিক গাইবান্ধায় শিশু মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ

গাইবান্ধায় শিশু মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ

0

মোঃ মেহেদী হাসান,(গাইবান্ধা)

গাইবান্ধার দারিয়াপুরে দু’দিনব্যাপী শিশু মেলার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ (১৯ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম সাদেকুর রহমান। বিশেষ অতিথি, জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোশারফ হোসেন প্রধান, আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সরকার প্রমুখ।

এর আগে বুধবার দারিয়াপুর হাইস্কুল মাঠে গাইবান্ধা জেলা তথ্য ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যলয় দু’দিনব্যাপী শিশু মেলার আয়োজন করে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্ব) শীর্ষক প্রকল্পের আওতায় শিশু ও নারীর অধিকার, বাল্যবিয়ে, মাদক ও জঙ্গি প্রতিরোধ, জেন্ডার সমতা, শিশু সুরক্ষা ও শিশুর মানসিক বিকাশে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। মেলায় স্থানীয় প্রায় ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। প্রতিষ্ঠানের প্রত্যেক স্টলকে পুরস্কৃত করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version