Home আঞ্চলিক আইজিএমআইএস কলেজে বর্ষবরণ ও মিলমেলা

আইজিএমআইএস কলেজে বর্ষবরণ ও মিলমেলা

0

রাশেদুল ইসলাম

“পুরনো দুঃখ-কষ্ট মুছে যাক নববর্ষের ডাকে,

এসো হে সকলে মিলিত হই চঞ্চল এই বৈশাখে”

এই কবিতাংশকে উপলক্ষ করে গতকাল ১৮ই এপ্রিল,বাংলা ৫ই বৈশাখ অনুষ্ঠিত হয়ে গেলো বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র মেহেদীবাগে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ইনিস্টিটিউট অফ গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (আইজিএমআইএস) এর ১৪২৫ বঙ্গাব্দের বর্ষবরণ ও মিলনমেলা।

প্রতিষ্ঠানের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আইজিএমআইএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইজিএমআইএস কলেজের প্রতিষ্ঠাতা এস.এম.জাকির হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ রহিম উল্লাহ,খ্যাতিমান অধ্যাপক ও সাবেক বন্দর পরিচালক (প্রশাসন) কাজী গোলাম রসুল।

 

উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ম ও ১১তম ব্যাচ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রায় সকল ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।

১২তম ব্যাচের সহযোগিতায় অনুষ্ঠিত এই মিলনমেলায় আকর্ষণ হিসেবে ম্যাজিক বক্স,বাঙালী পোশাক পরিহিত র‍্যাম্প ওয়াক,কুইজ প্রতিযোগিতা,বাঙালী নাচ ও গান,কবিতা আবৃত্তি এবং জনপ্রিয় ব্যান্ডদল “এক্সিস” এর মনোমুগ্ধকর বাঙালী গান। অনুষ্ঠানে পান্তা-ইলিশ স্টল নামক ব্যতিক্রমধর্মী খাওয়ার আয়োজন সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করে।

উল্লেখ্য,জাতীয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন প্রফেশনাল কলেজসমূহের মধ্যে ২য় অবস্থানে থাকা উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ও আয়োজক কমিটি গত ১৪ই এপ্রিল মুসলমানদের পবিত্র “শবে-মেহরাজ” ও চলমান বিবিএ ২য় বর্ষ ৪র্থ সেমিস্টার ফাইনাল পরীক্ষার দরুণ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে এক ছাদের তলায় আনার প্রয়াস হিসেবে ১৮ই এপ্রিল উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version