Home আন্তর্জাতিক ট্রাম্পের সঙ্গে তুলনায় ক্ষুব্ধ নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে তুলনায় ক্ষুব্ধ নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় ক্ষুব্ধ হয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। ২০১৭ সালের সেপ্টেম্বরে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের শিরোনামে জাসিন্ডা সম্পর্কে বলা হয়েছিল, ‘এই হলেন নিউজিল্যান্ডের জাস্টিন ট্র–ডো। যদিও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সঙ্গেই বেশি মিল তার।’

আর এতেই ক্রোধে ফেটে পড়েছিলেন জাসিন্ডা। মঙ্গলবার আমেরিকার এনবিসি টেলিভিশনে এক সাক্ষাৎকারে জাসিন্ডা বলেন, সে সময় ওয়াল স্ট্রিটের ওই তুলনাটি দেখে ‘অত্যন্ত রাগান্বিত’ হয়ে পড়েছিলেন তিনি।

তিনি বলেন, আমরা এমন একটি দলের প্রতিনিধিত্ব করি, যে দলটি বর্তমানে আমাদের শরণার্থী কোটা দ্বিগুণ করতে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা নিজেরাই অভিবাসননির্ভর একটি জাতি। এমনকি আমি নিজেও পারিবারিকভাবে নিউজিল্যান্ডে বসবাসকারী তৃতীয়-প্রজন্মের প্রতিনিধি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version