শ্বাস নিতে গেলে দম আটকে আসার মতো সমস্যা কখনোই অবহেলা করা উচিত নয়। বিশেষ করে শিশু ও কিশোরদের ক্ষেত্রে এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। এক অভিভাবকের প্রশ্নে জানা যায়, তাঁর ১৪ বছর বয়সী ছেলের জন্মের পর থেকেই শ্বাস নিতে সমস্যা ছিল। তখন এক্স–রে করে চিকিৎসক জানিয়েছিলেন, তার হার্টে ছিদ্র রয়েছে, যা বড় হতে হতে ঠিক হয়ে যাবে। দীর্ঘ সময় কোনো উপসর্গ না থাকলেও গত এক বছর ধরে আবার মাসে দুই থেকে তিনবার শ্বাস নিতে গেলে দম আটকে আসছে।
বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, এ ধরনের লক্ষণ ইঙ্গিত দেয় যে শিশুটি জন্মগত হৃদ্রোগের সমস্যায় ভুগতে পারে। বিষয়টি অবহেলা না করে সুচিকিৎসা গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। শ্বাসকষ্টের সময় শরীর নীলাভ হয়ে যাওয়া, অল্প হাঁটাচলায় হাঁপিয়ে ওঠা কিংবা অতিরিক্ত ক্লান্তি—এ ধরনের উপসর্গ থাকলে তা আরও উদ্বেগজনক হতে পারে।
হৃদ্রোগ ও হৃৎপিণ্ডের ছিদ্র বিভিন্ন ধরনের হয়ে থাকে। সঠিক রোগ নির্ণয়ের জন্য রোগীকে সরাসরি পর্যবেক্ষণ, উপসর্গ বিশ্লেষণ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা জরুরি। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, এক্স–রে, ইসিজি ও ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে হৃদ্যন্ত্রের বর্তমান অবস্থা যাচাই করা উচিত। দ্রুত চিকিৎসা শুরু করলে জটিলতা এড়ানো সম্ভব এবং রোগীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা যায়।
সিএ/এমআর


