Home আন্তর্জাতিক আফগানদের পাকিস্তান ত্যাগে নতুন সরকারি নির্দেশ, সীমান্তে ভিড় করছে হাজারো মানুষ

আফগানদের পাকিস্তান ত্যাগে নতুন সরকারি নির্দেশ, সীমান্তে ভিড় করছে হাজারো মানুষ

0
ফাইল ছবি : এএফপি

পাকিস্তান সরকার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানরত আফগান নাগরিকদের জন্য দেশ ত্যাগের নতুন নির্দেশনা জারি করেছে। শুক্রবার (২৬ জুলাই) এই নির্দেশনার পর সীমান্ত এলাকায় হাজার হাজার আফগান নাগরিক জড়ো হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিগত কয়েক দশকের সংঘাত এবং ২০২১ সালে তালেবান সরকারের পুনরাবির্ভাবের পর থেকে লাখো আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। প্রথম দফায় ২০২৩ সালে পাকিস্তান সরকার আফগান নাগরিকদের ফেরত পাঠানোর অভিযান শুরু করে। চলতি বছরের এপ্রিলে সেই অভিযান পুনরায় চালু করা হয়। ওই সময় দেশটির সরকার বহু আফগানের বসবাসের অনুমতি বাতিল করে এবং দেশ না ছাড়লে গ্রেপ্তারের হুঁশিয়ারি দেয়।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার এক শীর্ষ সরকারি কর্মকর্তা মেহর উল্লাহ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সব আফগানকে সম্মানজনক ও সুশৃঙ্খলভাবে নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে।

চামান সীমান্তে নিযুক্ত আরেক কর্মকর্তা হাবিব বিঙ্গলজাই জানান, শুক্রবার সেখানে চার থেকে পাঁচ হাজার আফগান নাগরিক নিজ দেশে ফিরে যাওয়ার অপেক্ষায় ছিলেন। অন্যদিকে, আফগানিস্তানের কান্দাহার প্রদেশে শরণার্থী নিবন্ধন প্রধান আব্দুল লতিফ হাকিমি জানিয়েছেন, সীমান্তে ফিরতে ইচ্ছুক আফগানদের সংখ্যা বাড়ছে।

ইসলামাবাদ সরকারের পক্ষ থেকে আফগান অভিবাসীদের সন্ত্রাস ও অপরাধের সঙ্গে জড়িত বলে দাবি করা হলেও, বিশ্লেষকরা মনে করছেন—এই নির্বাসন প্রচেষ্টা মূলত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে তালেবান সরকারের ওপর কৌশলগত চাপ প্রয়োগের অংশ।

পাকিস্তান সরকারের হিসাব অনুযায়ী, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত ১০ লাখেরও বেশি আফগান নাগরিক দেশ ত্যাগ করেছে। এর মধ্যে চলতি বছরের এপ্রিলের পর সংখ্যাটি দুই লাখ ছাড়িয়েছে।

অন্যদিকে, ইরানও বড় পরিসরে আফগানদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছে, যার ফলে ইতোমধ্যে দেশটি ত্যাগ করতে বাধ্য হয়েছে প্রায় ১৫ লাখ আফগান।

সূত্র: এএফপি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version