Home বাংলাদেশ ঝিনাইদহে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক-অফিস সহায়কের বিদায় সংবর্ধনা

ঝিনাইদহে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক-অফিস সহায়কের বিদায় সংবর্ধনা

0
ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক-অফিস সহায়কের বিদায় অনুষ্ঠান

ঝিনাইদহের কালীগঞ্জে এক ব্যতিক্রমী ও আবেগঘন আয়োজনে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দুই প্রিয় সদস্যকে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে এই সম্মানজনক বিদায় দেওয়া হয়।

সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে বিদ্যালয়ের হলরুমে স্মৃতিচারণামূলক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেদারুল ইসলাম। আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষক আজিবর রহমান ২১ বছর এবং অফিস সহায়ক মশিয়ার রহমান বহু বছর ধরে বিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন। তাদের অবসরের দিনে স্মরণীয় বিদায় দিতে ঘোড়ার গাড়ির আয়োজন করা হয়, যা শিক্ষার্থী ও সহকর্মীদের হৃদয়ে গভীর দাগ কেটেছে।

বিদায়ী শিক্ষক আজিবর রহমান বলেন, “এই বিদ্যালয়ের সঙ্গে আমার জীবনের বড় একটা সময় জড়িয়ে আছে। এমন ভালোবাসা ও সম্মানে বিদায় পাব—সেটা কখনো ভাবিনি। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”
তিনি আরও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সৎ পথে থেকো।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, “চাকরিজীবনের শেষটা একদিন সবারই আসবে। আজ আমরা দুই প্রিয় সহকর্মীকে বিদায় জানাচ্ছি—তাদের অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version