Home আন্তর্জাতিক কিয়েভে রুশ হামলায় নিহত ২৮, দুই বছরের শিশুও রয়েছে নিহতদের মধ্যে

কিয়েভে রুশ হামলায় নিহত ২৮, দুই বছরের শিশুও রয়েছে নিহতদের মধ্যে

0
ছবিসূত্র : এএফপি

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে দুই বছর বয়সী একটি শিশুও। এ হামলায় আহত হয়েছেন ১৫০ জনের বেশি, যাদের মধ্যে অন্তত ১৬ জন শিশু।

দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিদেঙ্কো শুক্রবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার ভোরের হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে দুই বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, “এ হামলা বিশ্ব বিবেকের জন্য একটি পরীক্ষা। রাশিয়াকে বিচারের আওতায় আনতে সবকিছু রয়েছে, শুধু রাজনৈতিক ইচ্ছাশক্তির অভাব রয়েছে।”

প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ারমাক জানান, নিহত শিশুদের বয়স ছিল ২, ৬ ও ১৭ বছর। রাশিয়া হামলায় ৩০০টিরও বেশি ড্রোন ও ৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে।

কিয়েভ সিটি প্রশাসন শুক্রবার শহরে শোক দিবস ঘোষণা করেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ‘ঘৃণ্য’ এবং ‘অমানবিক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চুক্তির জন্য ৮ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সমঝোতা না হলে রাশিয়ার ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগ করা হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version