সৌকর্য ঘোষাল পরিচালিত এবং জয়া আহসান অভিনীত আসন্ন ছবি OCD আগামী ৬ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটির পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর এক দর্শকের মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পোস্টারে মন্তব্য করে ওই দর্শক লেখেন, ‘মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হলো। এবার দেখতে হবে, এই সিনেমাটা মুক্তি পায় কি না।’ যদিও এখন পর্যন্ত ভারতে ছবিটির মুক্তি নিয়ে কোনো আনুষ্ঠানিক জটিলতার কথা জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী OCD ছবির মুক্তির প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে ভারতীয় সেন্সর বোর্ড বা পরিবেশকদের পক্ষ থেকে কোনো আপত্তির কথা প্রকাশ করা হয়নি। ফলে আপাতত ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তার কোনো স্পষ্ট কারণ নেই।
OCD ছবিটি শিশু নির্যাতনের মতো একটি সংবেদনশীল এবং দীর্ঘদিন ধরে আড়ালে থেকে যাওয়া সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত। ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে পরিচালক সৌকর্য ঘোষাল এটিকে তাঁর কাছে এক ধরনের প্রতিবাদমূলক কাজ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বহুবার এমন ঘটনার সাক্ষী হয়েছেন যেখানে শিশু নির্যাতনকারীরা অচিহ্নিত ও অদণ্ডিত থেকে যায়। শিশুরা ভয়, অবিশ্বাস এবং নিজের বিশ্বাসযোগ্যতা হারানোর আশঙ্কায় মুখ খুলতে পারে না।
পরিচালক আরও বলেন, তিনি এমন এক সমাজে বড় হয়ে ওঠার অভিজ্ঞতা দেখেছেন, যা বাইরে থেকে আধুনিক মনে হলেও ভেতরে গভীরভাবে ভণ্ডামিতে ভরা। কোনো শিশু যদি তার অভিজ্ঞতার কথা বলতে চায়, অনেক পরিবার তখন সামাজিক প্রশ্ন, যৌন কুসংস্কার এবং লজ্জার ভয়ে সত্যকে চাপা দিতে চায়।
শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব প্রসঙ্গে সৌকর্য ঘোষাল বলেন, একটি শিশু যে মানসিক হিংসার মধ্য দিয়ে যায়, তা আজীবন তাকে বহন করতে হয়। এই ট্রমা বহু ক্ষেত্রে আত্মবিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যায়। আবার কখনও কখনও দমিয়ে রাখা যন্ত্রণা যদি প্রতিশোধের রূপ নেয়, তবে পরিস্থিতি ভয়াবহ ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
OCD ছবির মাধ্যমে সৌকর্য ঘোষাল এক নির্যাতিত শিশুর দৃষ্টিভঙ্গি থেকে গল্পটি বলতে চেয়েছেন। যে শিশু নির্ভীক, সমাজের বিচারের তোয়াক্কা করে না এবং নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার প্রয়োজন বোধ করে না। এই ছবির কেন্দ্রে রয়েছে সেই শিশুর সত্য।
সিএ/এএ


