Home বিনোদন সাবেক প্রেমিকের বাগদানের খবরে শুভেচ্ছা জানালেন মিমি

সাবেক প্রেমিকের বাগদানের খবরে শুভেচ্ছা জানালেন মিমি

0
মিমি চক্রবর্তী

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগদান সারলেন টলিউডের আলোচিত জুটি নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গত মঙ্গলবার রাতে রাজের আনন্দপুরের ফ্ল্যাটে এ বাগদান সম্পন্ন হয়েছে। আর সে খবর রাজের টুইটারে প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক প্রেমিকা মিমি চক্রবর্তী।

রাজের ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় ২০১২ সালে অভিনয় করেন মিমি চক্রবর্তী। ওই সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এ সিনেমায় অভিনয় করতে গিয়ে নির্মাতা রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মিমি।এরপর রাজের জীবনে মিমির আগমনে প্রস্থান ঘটে অভিনেত্রী পায়েল সরকারের। তারপর রাজ-মিমির প্রেমের সম্পর্ক টলিউড ইন্ডাস্ট্রিতে আলোচিত খবর ছিল।

২০১৬ সালের মাঝামাঝি সময় খবর চাউর হয় আলোচিত এ প্রেমিক জুটির বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ বিষয়টি স্বীকারও করেন তারা। তবে রাজের সঙ্গে যুক্ত হয় আরেক অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির নাম। রাজ-শুভশ্রীর প্রেমের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় নানা জল্পনা-কল্পনার জন্ম হয়েছিল। যদিও এক পর্যায়ে তারা প্রেমের সম্পর্ক অস্বীকারও করেছিলেন।

কিন্তু গতকাল মঙ্গলবার অনেকটা গোপনে সব আলোচনার অবসান ঘটিয়ে বাগদান সেরেছেন রাজ-শুভশ্রী। রাজের আনন্দপুরের ফ্ল্যাটে বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় তাদের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাজ চক্রবর্তী তাদের বাগদানের বিষয়টি জানান।

টুইটে রাজ লিখেন, ‘সকল বাধা অতিক্রম করে জীবনের বাকিটা পথ একসঙ্গে পাড়ি দেওয়ার জন্য আজ আমরা বাগদান করলাম। আপনাদের আশীর্বাদ, শুভকামনা ও ভালোবাসা প্রয়োজন। রাজ ও শুভশ্রী।’ এরপর অভিনেতা দেব, অভিনেত্রী রুক্মিণী মৈত্রসহ অনেকে এ নতুন জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকা থেকে বাদ যাননি রাজ চক্রবর্তীর সাবেক প্রেমিকা মিমি চক্রবর্তীও। রাজের টুইটে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এতে মিমি লিখেন, ‘অভিনন্দন। দীর্ঘ সুখী জীবনের প্রত্যাশা।’ তবে মিমির প্রতিক্রিয়ায় অবাকই হয়েছেন ভক্তরা।

মঙ্গলবার বাগদানের পাশাপাশি রেজিস্ট্রি পর্বটাও সেরে ফেলেছেন রাজ ও শুভশ্রী। গোপনে বাগদান সারলেও সবাইকে জানিয়ে ১১ মে বিয়ের পিঁড়িতে বসবেন রাজ-শুভশ্রী। বাওয়ালি রাজবাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version