Home বিনোদন শাকিব ভক্তদের তোপের মুখে জাহিদ হাসান

শাকিব ভক্তদের তোপের মুখে জাহিদ হাসান

0
শাকিব ও জাহিদ হাসান

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের নামের আগে ব্যবহার করা মেগাস্টার শব্দটি নিয়ে জোরালোভাবেই নিজের আপত্তির কথা জানিয়েছেন জাহিদ হাসান। তাঁর কাছে ‘মেগাস্টার শব্দটি কানে লাগে’।

এবারের কোরবানির ঈদে শাকিব খানের ‘তাণ্ডব’সহ মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। তালিকায় আছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’।

সিনেমাটিকে এবার ঈদের চমক বলা হচ্ছে। কারণ, মুক্তির পর থেকে প্রতিদিন আয় বেড়েছে সিনেমাটির। এখনো ধরে রেখেছে দর্শক। এমনকি চতুর্থ সপ্তাহে এসে প্রদর্শনী ও আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে তাণ্ডবকে।

সম্প্রতি একটি গণমাধ্যমের লাইভ টক শোতে জাহিদ হাসান এসেছিলেন উৎসব নিয়ে কথা বলতে। সেখানে উঠে আসে আয়ের দিক থেকে উৎসবের তাণ্ডবকে ছাড়িয়ে যাওয়ার বিষয়টি। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাঁকে শুধু শাকিব খান বলা হয় না। বলে মেগাস্টার শাকিব খান। অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন, এটা বুঝি না। সে তো একজন অভিনেতা। তাঁকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়।

এটা তাঁর জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না। তবে শব্দটা কানে লাগে।’
আর এতেই জাহিদ হাসানের ওপর ক্ষিপ্ত হয়েছেন শাকিব ভক্তরা। এদের মধ্যে অনেকেই দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে নিয়ে রীতিমতো কটূ কথা বলা শুরু করেছেন।

জাহিদ হাসানের মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তোলপাড়। টকশো নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ হলে সেটা নিয়ে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে জাহিদ হাসানের সমালোচনা শুরু হয়। শাকিব ভক্তরা জাহিদ হাসানকে তীর্যক মন্তব্যে বিদ্ধ করেন।

একজন লিখেছেন, এই জন্যই নাটকের এই সব শিল্পীদের বড় পর্দায় পয়দা করতে নাই! এদের মন মানসিকতা ছোট সব সময়ই আর এই কারণেই এদেরকে টেলিভিশন এর শিল্পী বলা হয়। বড় পর্দায় যারা কাজ করে সেই আদিম যুগ থেকে তাদের মন মানসিকতা সব সময়ই বড় থাকে। আর এটাই বড় পর্দা আর ছোট পর্দার শিল্পীদের মধ্যে পার্থক্যের আরেকটি কারণ।

আরেক শাকিব ভক্ত লিখেছেন, জাহিদ হাসান শিগগিরই চুপ হয়ে যাবে।চঞ্চল চৌধুরী এইসব হিট সিনেমা দেওয়া অভিনেতা সে কখনো এই রকম মন্তব্য করে না।কারন তিনি জানেন আজ হিট তো কাল ফ্লপ।জাহিদ হাসানের প্রথম হিট হতে যাচ্ছে তাই আবেগ কন্ট্রোল করতে পারে নাই।মাফ করে দেন।

আরেকজন লিখেছেন, জাহিদ হাসান যা বলছে দেশের অর্ধেক মানুষের মাথায় ঢুকবে না আর তাকে গালাগালি করবে।

এক শাকিব ভক্ত বলছেন, মেগাস্টার তো বীরশ্রেষ্ঠ বা বীরপ্রতীক এর মত কোনও গেজেটেড উপাধী না যে কেউ ব্যক্তিগতভাবে এটা পছন্দ না করলে গোস্বা করতে হবে। উনার পারসোনালি ভালো লাগেনি সেটাই বলেছেন। আর অমুক স্টার তমুক স্টার কালচার এটা সাউথ ইন্ডিয়া থেকে আমদানি হইসে। ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স যত কম রাখা যায় ততই ভালো।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version