Home বিনোদন মৃত্যুর আগে শ্রীদেবী হোটেলের রুমে টানা ১০ ঘন্টা ধরে ছবি আঁকছিলেন

মৃত্যুর আগে শ্রীদেবী হোটেলের রুমে টানা ১০ ঘন্টা ধরে ছবি আঁকছিলেন

0

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুকে ঘিরে একের পর এক রহস্যে ঘেরা তথ্য উঠে আসছে সামনে। এবার এলো নতুন এক তথ্য। দুবাইয়ের জুমেরিয়াহ হোটেলের রুমে একা একা ছবি আঁকছিলেন শ্রীদেবী। এমনকি টানা ১০ ঘন্টা ধরে তিনি ছবি আঁকছিলেন বলে দাবি করা হচ্ছে।

শ্রীদেবী
সংগৃহীত ছবি

ভারতীয় গণমাধ্যমের দাবি, শ্রীদেবীর আঁকা ছবি দুবাইয়ের একটি নিলামেও উঠার কথা ছিল। আর তা থেকে উপার্জিত অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। ছোট থেকেই আঁকাআঁকি করে সময় কাটাতেন শ্রীদেবী। ছবি আঁকা আর রকমারি রান্না করা, এই দুটোই ছিল তার শখ। নিজের আঁকা ছবির প্রদর্শনীও করেছেন স্বামী বনি কাপুরের উদ্যোগে।

জানা গেছে, মৃত্যুর আগের দুই দিন রং-তুলিতেই মগ্ন ছিলেন শ্রীদেবী। আঁকছিলেন দেবর অনিল কাপুরের বড় মেয়ে সোনম কাপুরের ছবি। ‘সাওয়ারিয়াঁ’ ছবিতে সোনমের আকর্ষণীয় লুক অন্য মাত্রা পেয়েছিল তাঁর তুলিতে। তিনি আরও আঁকছিলেন মাইকেল জ্যাকসনের ছবি। তাঁর অন্যতম প্রিয় আইকন তিনি। সোনম কাপুর ও মাইকেল জ্যাকসনের ছবির বেস প্রাইস ধার্য হয়েছিল যথাক্রমে ১০ লাখ ও ৮ লাখ টাকা!

তাই যেভাবেই হোক, দ্রুত শেষ করতে চেয়েছিলেন ছবি আঁকা। আর এই মগ্নতাই কি তবে ভুলিয়ে দিয়েছিল নাওয়া-খাওয়া? হোটেলের রুমে এই একাকিত্ব, এই আত্মমগ্নতাই কি তবে কাল হল শ্রীদেবীর। তবে সত্য যা-ই হোক, চরম সত্য হল, হিম্মতওয়ালি ‘হাওয়াই-হাওয়াই’ চিরঘুমে শায়িত। মরদেহের অপেক্ষায় গোটা ভারত।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version