Home বিনোদন নিউইয়র্কের রাস্তায় শাকিব-বুবলীর রোমান্স, ছড়িয়ে পড়েছে অন্তরঙ্গ মুহূর্তের ছবি

নিউইয়র্কের রাস্তায় শাকিব-বুবলীর রোমান্স, ছড়িয়ে পড়েছে অন্তরঙ্গ মুহূর্তের ছবি

0
ছবি: ফেসবুক

বাংলাদেশি সিনেমার তারকা দম্পতি শাকিব খান ও শবনম বুবলীর মধ্যে সম্পর্কের জল্পনা আবারও আলোচনায় এসেছে নিউইয়র্কের রাস্তায় তোলা একাধিক ঘনিষ্ঠ ছবিকে ঘিরে। সম্প্রতি শাকিব খান যুক্তরাষ্ট্রে পা রাখার কয়েক দিনের মাথায় সেখানে গিয়েছেন বুবলীও। যুক্তরাষ্ট্র সফরে তাঁদের সঙ্গে রয়েছেন তাঁদের সন্তান শেহজাদ খান বীর।

রোববার (৩ আগস্ট) চিত্রনায়িকা বুবলী তাঁর ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘোরাফেরার মুহূর্ত ধারণ করা ১১টি ছবি প্রকাশ করেন। ছবিগুলোর একটি ক্যাপশনে বুবলী লেখেন, “লাইফ ইন ইউএসএ। আমেরিকা।”

ছবিগুলোতে দেখা যায়, শাকিব খান ও বুবলী একান্ত মুহূর্তে আছেন এবং শাকিব তাঁকে জড়িয়ে ধরে দূরে কিছু দেখাচ্ছেন। তাঁদের সঙ্গে ছেলে বীরও উপস্থিত। এসব ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে এবং শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

বিয়েবিচ্ছেদের গুঞ্জন, পারিবারিক জটিলতা এবং ব্যক্তিগত দূরত্বের খবরের পর এই প্রথম শাকিব খানকে এতটা ঘনিষ্ঠভাবে বুবলীর সঙ্গে দেখা গেল। অতীতে অপু বিশ্বাস ও বুবলী দুজনের সঙ্গেই নানা সময়ে সম্পর্কের টানাপড়েন ছিল শাকিবের। তবে এবার যেন বুবলী স্পষ্টভাবে তাঁর অবস্থান জানান দিলেন।

উল্লেখ্য, দুই বছর আগে শাকিব খান তাঁর বড় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন এবং নিউইয়র্ক, নায়াগ্রা প্রভৃতি স্থানে ঘোরাফেরা করেন। এবারও সেই রকমই একটি সফরের পুনরাবৃত্তি দেখা গেল, তবে এবার তাঁর সঙ্গী ছোট ছেলে বীর এবং বীরের মা শবনম বুবলী।

এই ঘনিষ্ঠ ছবি ও পারিবারিক মুহূর্তের প্রকাশ চলচ্চিত্রপ্রেমীদের পাশাপাশি সাধারণ ভক্তদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকে আবার ধরে নিচ্ছেন, শাকিব-বুবলীর সম্পর্ক হয়তো নতুন মোড় নিচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version