Home বিনোদন কৃষ্ণসার হরিণ শিকার মামলায় দোষী সাব্যস্ত সালমান, বেকসুর খালাস পেলেন সাইফ আলি...

কৃষ্ণসার হরিণ শিকার মামলায় দোষী সাব্যস্ত সালমান, বেকসুর খালাস পেলেন সাইফ আলি সহ অন্যেরা

0
Indian Bollywood actor Salman Khan (C) arrives at the airport in Jodhpur on April 4, 2018 ahead of a verdict in the long-running blackbuck poaching case. Indian actor Salman Khan is accused of poaching the protected blackbuck species in the Jodhpur district of Rajasthan in September 1998, and the two-decade-long case has included co-defendants Sonali Bendre, Saif Ali Khan, Tabu, and Neelam Kothari. / AFP PHOTO / SUNIL VERMA

২০ বছর আগের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খানকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করেছেন যোধপুরের আদালত। তাকে দুই বছরের জেল দেয়া হয়েছে। তবে তিনি চাইলে একই আদালতে জামিন আবেদন করতে পারেন। একই মামলায় অন্য চার অভিযুক্ত ছিলেন সাইফ আলি খান, টাবু, নীলম এবং সোনালি বেন্দ্রে। তাদের বেকসুর ঘোষণা করেছে আদালত।

সালমানের আইনজীবী এইচ এম সারস্বতের দাবি ছিল, সরকারি কৌঁসুলি অভিযোগের স্বপক্ষে প্রমাণ সংগ্রহ করতেই পারেননি। মামলা সাজাতে ভুয়া সাক্ষী দাঁড় করিয়েছেন। এমনকী, বন্দুকের গুলিতেই যে কৃষ্ণসার দু’টির মৃত্যু হয়েছিল, তা-ও সরকারি কৌঁসুলি প্রমাণ করতে পারেননি বলে দাবি করেছেন সারস্বত। ২৮ মার্চ নিম্ন আদালতে কৃষ্ণসার মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি শেষ হয়।

অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, ১৯৯৮ সালের ১ এবং ২ অক্টোবর যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শ্যুটিংয়ের মাঝে আলাদা আলাদা জায়গায় দু’টি কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সালমান খান। সেই সময় তার সঙ্গে সাইফ আলি খান, নীলম, টাবু এবং সোনালি বেন্দ্রেরা ছিলেন।

রাজস্থানের কঙ্কানি এলাকায় গ্রামবাসীদের অভিযোগ, গুলির শব্দ শুনে তারা সালমানদের জিপসি গাড়িটিকে ধাওয়া করেছিলেন। কিন্তু তাদের ধরা যায়নি। সেই সময় চালকের আসনে ছিলেন স্বয়ং সালমান। প্রবল গতিতে গাড়ি ছুটিয়ে তারা পালিয়ে যান বলে দাবি করেন গ্রামবাসীরা।

বলিউড সূত্রের খবর, এই মুহূর্তে সালমানের উপর এক হাজার কোটিরও বেশি লগ্নি রয়েছে। তার সাজা হওয়ায় অনিশ্চিত হয়ে পড়ল এই ছবিগুলির ভবিষ্যৎ। মামলার রায় ঘোযণার এক দিন আগে অর্থাৎ বুধবার জোধপুর পৌঁছান সালমান খান, টাবু এবং সাইফ আলি খান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version