Home বিনোদন দীপিকার চোখে সফলতার অর্থ আত্মসচেতনতা ও চারিত্রিক দৃঢ়তা

দীপিকার চোখে সফলতার অর্থ আত্মসচেতনতা ও চারিত্রিক দৃঢ়তা

0
দীপিকা পাড়ুকোন। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

দ্য শিফট’ নামের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সম্প্রতি বিশ্বের প্রভাবশালী ৯০ নারীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় আন্তর্জাতিক তারকা সেলেনা গোমেজ, অ্যাঞ্জেলিনা জোলি, বিলি আইলিশের পাশাপাশি জায়গা পেয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতের পক্ষ থেকে তালিকায় আরও রয়েছেন কেবল নির্মাতা জোয়া আখতার।

এই স্বীকৃতি দীপিকার কাছে শুধুই আরেকটি সম্মান নয়, বরং নিজেকে আরও দায়িত্বশীল করে তোলার অনুপ্রেরণা। ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে দীপিকা লিখেছেন, ‘দ্য শিফট আমাদের ভবিষ্যৎ গঠনকারী ৯০ জন কণ্ঠকে সম্মান জানিয়েছে। এ সম্মান আমার জন্য গর্বের ও কৃতজ্ঞতার।’

সফলতার সংজ্ঞা নিয়ে দীপিকা বলেন, ‘আমার কাছে সফলতা মানে শুধু কাজের স্বীকৃতি নয়, মানসিকভাবে সুস্থ থাকা, আত্মসচেতনতা, শৃঙ্খলাবোধ ও চারিত্রিক দৃঢ়তাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করি সেই মানুষদের পাশে থাকতে, যারা ধৈর্য ও সততার মূল্য বোঝে।’

দীর্ঘ ক্যারিয়ারে দীপিকা নিজেকে গড়েছেন ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়েই। সাফল্যের পাশাপাশি তিনি সমাজসচেতন কণ্ঠ হিসেবেও পরিচিত। মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করেছেন, যা এখনো অনেকের জন্য ট্যাবু। তাঁর প্রতিষ্ঠিত ‘লিভ লাভ লাফ ফাউন্ডেশন’ ভারত ও আন্তর্জাতিক পর্যায়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করে যাচ্ছে। বিষণ্নতা ও আত্মহত্যাপ্রবণতা নিয়ে নিজের অভিজ্ঞতা প্রকাশ করে দীপিকা এই ইস্যুতে বিশ্বাসযোগ্য কণ্ঠ হিসেবে উঠে এসেছেন।

এছাড়া সম্প্রতি ‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায় নাম উঠেছে দীপিকার। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি এই মর্যাদা অর্জন করেছেন। এটি তাঁর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার আরেকটি দৃষ্টান্ত।

বর্তমানে দীপিকা ব্যস্ত রয়েছেন শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবির শুটিংয়ে। পাশাপাশি আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি কুমারের পরিচালনায় একটি প্যান-ইন্ডিয়া প্রজেক্টেও কাজ করছেন তিনি। এছাড়া ডিসেম্বর থেকে শুরু হবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কল্কি ২’-এর কাজ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version