Home বিনোদন কলকাতার গণমাধ্যমে শাকিব-শ্রাবন্তী গুঞ্জন

কলকাতার গণমাধ্যমে শাকিব-শ্রাবন্তী গুঞ্জন

0

কলকাতার শ্রাবন্তী নাকি বাংলাদেশের শাকিবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কলকাতার একটি অনলাইন গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। অবশ্য সংবাদের বিস্তারিততে তারা নিন্দুকের বরাত দিয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, শ্রাবন্তীর একটি ছবি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। হট লিস্টে উঠে এসেছেন টলি-সুন্দরী। সাইবার দুনিয়ায় চোখ ফেরালেই জানা যাচ্ছে, নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। আর সেই মনের মানুষের সঙ্গে লন্ডনে রয়েছে তিনি।

বিষয়টি পরিস্কার করে আরও বলা হয়, এসব নিন্দুকদের কথা। নায়িকার ট্যুইটারে গেলে দেখবেন অন্য ঘটনা। বাংলাদেশি নায়ক শাকিবের সঙ্গে আবার জুটিতে আসছেন শ্রাবন্তী। সিনেমার নাম ‘ ‘ভাইজান এল রে’। এই ছবির শ্যুটিং হচ্ছে লন্ডন। কাজের মাঝে নায়ক-নায়িকা পোস্ট করেছেন একটি ছবি। তাতেই শুরু হয়েছে এই গুঞ্জনের।

উল্লেখ্য, ভাইজান এলোরে ছবিটি প্রযোজনা করছে এসকে মুভিজ। কলকাতার পর্ব চুকিয়ে আপাতত লন্ডনে রয়েছে সিনেমার গোটা টিম। সব কিছু ঠিকঠাক চললে আগামী ঈদে মুক্তি পাবে শ্রাবন্তী-শাকিবের সিনেমা ‘ভাইজান এল রে’।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version