Home বিনোদন ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধের মাঝেই দিল্লিতে কারিশমা কাপুর, সঙ্গে...

৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধের মাঝেই দিল্লিতে কারিশমা কাপুর, সঙ্গে দুই সন্তান

0
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরকে সম্প্রতি দিল্লিতে তার দুই সন্তান সামাইরা এবং কিয়ান রাজ কাপুরের সঙ্গে দেখা গেছে। এই উপস্থিতি ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন, কারণ এটি এসেছে এক স্পর্শকাতর সময়ে—প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার বিপুল পরিমাণ সম্পত্তি নিয়ে পরিবারের মধ্যে জটিল বিরোধ চলমান।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লি বিমানবন্দরে কারিশমা ও তার সন্তানদের দেখা যাওয়ার একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কারিশমা সাদা ওভারসাইজড শার্ট এবং জিন্স পরে দ্রুততার সঙ্গে গাড়ির দিকে এগিয়ে যান। তার পাশে থাকা মেয়ে সামাইরার পরনে ছিল কালো পোশাক। ধারণা করা হচ্ছে, অভিনেত্রী নিজেকে জনসাধারণের নজর থেকে আড়াল রাখার চেষ্টা করছিলেন।

সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তার মা রানি কাপুর ও বর্তমান স্ত্রী প্রিয়া সাচদেবের মধ্যে প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে আইনি ও পারিবারিক বিরোধ শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে কারিশমা কাপুরের দিল্লি সফরকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version