বিশ্বের শীর্ষ ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান পুমার উল্লেখযোগ্য অংশীদার হতে যাচ্ছে চীনের অ্যান্টা স্পোর্টস। জার্মান ব্র্যান্ড পুমার প্রায় ২৯ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে চীনের এই বহুজাতিক ক্রীড়াসামগ্রী কোম্পানি। এর মাধ্যমে বৈশ্বিক ক্রীড়াসামগ্রী বাজারে নিজেদের প্রভাব আরও বাড়াতে চাইছে অ্যান্টা।
বিষয়টি সংশ্লিষ্ট সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, চুক্তি বাস্তবায়িত হলে পুমার সবচেয়ে বড় একক শেয়ারহোল্ডারে পরিণত হবে অ্যান্টা। তবে প্রতিষ্ঠানটির দৈনন্দিন পরিচালনা কিংবা ব্র্যান্ড পরিচয়ে বড় কোনো পরিবর্তন আসবে না বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। পুমা আগের মতোই স্বাধীন ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
বিশ্লেষকদের মতে, এই বিনিয়োগের মাধ্যমে ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে অ্যান্টার উপস্থিতি আরও জোরদার হবে। একই সঙ্গে এশীয় বাজারে পুমার বিক্রি ও ব্র্যান্ড বিস্তারে নতুন সুযোগ তৈরি হতে পারে। অ্যান্টা ইতিমধ্যে ফিলা, ডিসেন্ডেন্ট অব থিয়েভসসহ একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের মালিকানা বা অংশীদারত্বে রয়েছে।
পুমার পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে অ্যান্টার সঙ্গে এই চুক্তি করা হচ্ছে। এতে উদ্ভাবন, সরবরাহব্যবস্থা এবং বৈশ্বিক বাজার সম্প্রসারণে উভয় প্রতিষ্ঠানই লাভবান হবে বলে আশা করা হচ্ছে।
তবে শেয়ার কেনার আর্থিক মূল্য এবং চুক্তির চূড়ান্ত সময়সূচি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পরই চুক্তিটি কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম
সিএ/এসএ


