ভারতকে বৈশ্বিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে নতুন একটি উদ্যোগ নিয়েছে আদানি গ্রুপ। এই লক্ষ্য সামনে রেখে ব্রাজিলের শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ারের সঙ্গে একটি চুক্তি সই করেছে ভারতীয় এই শিল্পগোষ্ঠী। চুক্তির আওতায় ভারতে বিমান তৈরির জন্য একটি অ্যাসেম্বলি লাইন স্থাপন করা হবে।
দুই প্রতিষ্ঠানের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এই অংশীদারত্ব কেবল বিমান সংযোজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর পাশাপাশি বিমান উৎপাদন, এভিয়েশন সাপ্লাই চেইন উন্নয়ন, পাইলট প্রশিক্ষণসহ একটি পূর্ণাঙ্গ এভিয়েশন ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ ভারতের অভ্যন্তরীণ চাহিদা পূরণে ভূমিকা রাখার পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে।
তবে এই প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ কিংবা আর্থিক কাঠামো সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। বন্দর, বিদ্যুৎ, লজিস্টিকসসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনাকারী গৌতম আদানির আদানি গ্রুপের জন্য এটিকে অ্যারোস্পেস খাতে শক্ত অবস্থান গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমান নির্মাতা এমব্রায়ারের জন্যও এই চুক্তি ভারতীয় বাজারে দীর্ঘমেয়াদি উপস্থিতি জোরদারের কৌশলগত ভিত্তি তৈরি করল। উল্লেখ্য, ভারতের বিমানবাহিনী ইতিমধ্যে এমব্রায়ারের তৈরি লেগেসি ৬০০ জেট এবং ইআরজে১৪৫ প্ল্যাটফর্মভিত্তিক ‘নেত্র’ এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (এইডব্লিউঅ্যান্ডসি) বিমান ব্যবহার করছে।
এমব্রায়ার কমার্শিয়াল এভিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও আরজান মেইয়ার বলেন, ভারতের বাজার এমব্রায়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদানি গ্রুপের শক্তিশালী শিল্প সক্ষমতার সঙ্গে এমব্রায়ারের অ্যারোস্পেস দক্ষতার সমন্বয় এই অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: যৌথ বিবৃতি
সিএ/এসএ


