দেশের বাজারে সোমবার (২৭ অক্টোবর) স্বর্ণের নতুন মূল্য কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রোববার (২৬ অক্টোবর) ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি ১ হাজার ৩৯ টাকা কমানোর ঘোষণা দিয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হারে তারতম্য হতে পারে।
এর আগে ২২ অক্টোবর দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।
সিএ/এমআর


