Tuesday, December 30, 2025
23 C
Dhaka

৪১ বছর বিএনপির নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় বেগম খালেদা জিয়ার বয়স ছিল ৩৬ বছর। তখন তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না; ছিলেন একজন সাধারণ গৃহবধূ। স্বামীর হত্যাকাণ্ডের পরই রাজনীতিতে যুক্ত হন তিনি। যোগ দেওয়ার আড়াই বছরের মধ্যেই বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে উঠে আসেন খালেদা জিয়া।

১৯৮২ সালের ৩ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। ১৯৮৩ সালের মার্চে হন দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হয়ে পড়লে ১৯৮৪ সালের ১২ জানুয়ারি তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা হয়। একই বছরের ১০ মে কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন।

এর পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত টানা ৪১ বছরের বেশি সময় বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় যায়। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী হন।

রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ব্যক্তিগতভাবে কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। পাঁচটি সংসদ নির্বাচনে ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটি আসনেই তিনি বিজয়ী হন—যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক অনন্য রেকর্ড।

দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া। সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে বিএনপিকে ঐক্যবদ্ধ করে আপসহীন আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। কোনো ধরনের সমঝোতা না করেই ‘এরশাদ হটাও’ আন্দোলন জোরদার করেন। দীর্ঘ আন্দোলনের পর ১৯৯০ সালে এরশাদের পতন ঘটে এবং ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে।

খালেদা জিয়া ১৯৯১ সালে প্রথমবার, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার এবং ২০০১ সালে জোটগতভাবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর চেয়ারপারসনের দায়িত্বও দুবার পালন করেন।

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের (ওয়ান-ইলেভেন) সময় তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন কারাবাসের পর আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি জামিনে মুক্তি পান। কারাবন্দি অবস্থায় তাকে বিদেশে নির্বাসনে পাঠানোর চেষ্টা হলেও তিনি দেশ ছাড়তে অস্বীকার করেন।

আওয়ামী লীগ সরকার আমলে ২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে উচ্ছেদ করা হয়। ওই বাড়িতে তিনি ২৮ বছর বসবাস করেছিলেন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ৩৭টি মামলা করা হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা হয় তার। পরে নির্বাহী আদেশে সাজা মওকুফ করা হয় এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তিনি খালাস পান।

কারাবন্দি অবস্থায় তাকে ধীরে ধীরে বিষ প্রয়োগের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগও করেছে বিএনপি। গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন বারবার করা হলেও তা অনুমোদন দেওয়া হয়নি বলে অভিযোগ দলের নেতাদের।

স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত হয়ে ওঠা খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত দলীয় নেতৃত্বে ছিলেন। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক—চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে তার উপস্থিতি বিএনপির ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা....

সাতক্ষীরা-৪: বাবা ও ছেলে ভিন্ন দলের হয়ে মনোনয়নপত্র জমা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে শেষ দিনে বাবা ও ছেলে ভিন্ন...

শীত ও কুয়াশার কারণে দৈনন্দিন জীবনে দুর্ভোগ

টানা তিন দিন ধরে নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা...

৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষা

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের চলমান জুনিয়র বৃত্তির বুধবারের (৩১ ডিসেম্বর)...

আজহার মাহমুদের দায়িত্বকাল শেষে পাকিস্তান করলো পরিবর্তন

চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই পাকিস্তান টেস্ট...

কবে বিয়ে করছেন রাশমিকা–বিজয়, জানা গেল দিনক্ষণ

চলতি বছরের অক্টোবর মাসে হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বাগ্‌দান সেরেছেন...

নির্বাচনী রাজনীতিতে খালেদা জিয়ার অনন্য রেকর্ড

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

চন্দ্রিমা উদ্যানে স্বামীর কবরের পাশে দাফন

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার...

মহাকালেরও সমাপ্তি হয় বোধহয় এমনই করে – মুজাহিদুল ইসলাম সিয়াম

মহাকালেরও সমাপ্তি হয় বোধহয় এমনই করে,ইতিহাসের আকাশেও মাঝে মাঝে...

সংখ্যা যখন কথা বলে, ইতিহাস তখন নীরব থাকে না

২০০৩ সালে ইরাক যুদ্ধের বিরুদ্ধে ইতালির রোম শহরে অনুষ্ঠিত...

সামাজিক মাধ্যমে তারকাদের আবেগঘন শ্রদ্ধা

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মঙ্গলবার (৩০ ডিসেম্বর)...

রাষ্ট্রীয় শোকে তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে...

মনোনয়ন দাখিল ঘিরে রংপুরজুড়ে নির্বাচনী আমেজ

রংপুরে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল...
spot_img

আরও পড়ুন

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ...

সাতক্ষীরা-৪: বাবা ও ছেলে ভিন্ন দলের হয়ে মনোনয়নপত্র জমা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে শেষ দিনে বাবা ও ছেলে ভিন্ন রাজনৈতিক দলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বিকেলে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার...

শীত ও কুয়াশার কারণে দৈনন্দিন জীবনে দুর্ভোগ

টানা তিন দিন ধরে নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজ মঙ্গলবার সকালে হাওর–অধ্যুষিত এই এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি...

৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষা

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের চলমান জুনিয়র বৃত্তির বুধবারের (৩১ ডিসেম্বর) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। সাবেক...
spot_img