নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে এবার নির্বাচনে সৎ, যোগ্য ও বিশ্বস্ত প্রার্থীকে বেছে নিতে হবে। অতীতের অভিজ্ঞতা দেখিয়েছে, অনেক সংসদ সদস্য ও মন্ত্রী জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেননি। তাই এবার সময় এসেছে সত্যিকারের জননেতা বেছে নেওয়ার—যারা দেশ ও মানুষের জন্য কাজ করবেন, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখবেন।
সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘গণতন্ত্রের প্রতীক শহিদ নূর হোসেন’ স্মরণে আয়োজিত আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
মান্না বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি বা জোট গঠনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে, তবে সিদ্ধান্ত যাই হোক—এই নির্বাচন কোনো ব্যক্তিগত বা পারিবারিক ক্ষমতার প্রতিযোগিতা নয়; এটি হবে গণতন্ত্র ও জনগণের অধিকারের লড়াই। তিনি মনে করেন, জনগণের জাগরণই হতে পারে পরিবর্তনের প্রকৃত সূচনা।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনর্গঠনের পথে ষড়যন্ত্রের জাল এখনো বিদ্যমান, তবে জনগণের ঐক্যই হবে এর জবাব। জনগণ এবার ভোটের মাধ্যমে প্রমাণ করবে—তারা অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, এবং একচেটিয়া ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে।
মান্না অভিযোগ করে বলেন, অতীতের সরকারগুলো উন্নয়নের নামে বৈষম্য ও দুর্নীতির পথ প্রশস্ত করেছে। এতে সাধারণ মানুষের আস্থা হারিয়ে গেছে। তাই আসন্ন নির্বাচনে জনগণ যদি সততা, কর্মদক্ষতা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীকে বেছে নেয়, তবে প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে এবং দেশ এগিয়ে যাবে এক নতুন পথে।
সিএ/এমআরএফ


