জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের প্রাথমিক পর্যালোচনায় গৃহীত হয়েছে। তবে দলটির পছন্দের প্রতীক ‘শাপলা’ ইসির তালিকায় না থাকায় বিজ্ঞপ্তি জারি করতে পারছে না কমিশন। এ অবস্থায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত ১১৫টি প্রতীকের মধ্যে ৫০টির তালিকা এনসিপির কাছে পাঠিয়েছে। তালিকায় খাট, সোফা, টেবিল, ফ্রিজ, লাউ, কলা, বেগুনসহ বিভিন্ন প্রতীক রয়েছে।
ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে পাঠানো এক চিঠিতে জানান, দলটি নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে। তবে শাপলা প্রতীক ইসির তালিকায় না থাকায় বিধি অনুযায়ী নির্ধারিত প্রতীক থেকে পছন্দ করতে হবে।
চিঠিতে বলা হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) অনুযায়ী কোনো দল কর্তৃক মনোনীত সব প্রার্থীর জন্য বরাদ্দ হওয়া প্রতীকই দলের প্রতীক হিসেবে সংরক্ষিত থাকবে। তাই এনসিপিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে তালিকাভুক্ত প্রতীক থেকে একটি বেছে নিতে হবে।
এনসিপিকে প্রস্তাবিত প্রতীকের তালিকায় রয়েছে— আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ি, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।
এ বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ইসি ইচ্ছাকৃতভাবে দলটির প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। তিনি বলেন, “আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ, থালাবাটি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে, যা অত্যন্ত হাস্যকর।” গত ৩০ সেপ্টেম্বর রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সিএ/এমআরএফ