ঢাকার পূর্ব নয়াটোলায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকার মগবাজারের পূর্ব নয়াটোলা এলাকায় এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম রাগিব নূর। তিনি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
শনিবার সকাল ৭টার দিকে ঘরের দরজা ভেঙে রাগিবের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু। তিনি জানান, “ঘটনাটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।”
রাগিবের মামা মো. সেলিম জানান, “রাতেও সে পড়াশোনা করেছে। সকালে ঘর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
রাগিবের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।