সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে শেষ দিনে বাবা ও ছেলে ভিন্ন রাজনৈতিক দলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বিকেলে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা প্রার্থিতা ঘোষণা করেন।
মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন সাবেক সংসদ সদস্য ও গণ অধিকার পরিষদ মনোনীত এইচ এম গোলাম রেজা এবং তাঁর ছেলে, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হোসাইন মোহাম্মদ মায়াজ।
দুপুর চারটায় হোসাইন মোহাম্মদ মায়াজ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থিতা জমা দেন। একই সময়ে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা এইচ এম গোলাম রেজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোনে সাড়া দেননি।
সিএ/এএ


