চল্লিশ লাখ টাকা প্রতারণার মামলায় কুমিল্লায় শাহ ইমরান মজুমদার নামে এক যুবলীগ নেতাকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তৈয়ব উদ্দিন এ রায় ঘোষণা করেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত শাহ ইমরান মজুমদার কুমিল্লা জেলার লালমাই উপজেলার বড় ধর্মপুর গ্রামের মৃত আব্দুল ছোবহানের ছেলে। তিনি লালমাই উপজেলা যুবলীগের সদস্য।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে সৌদি প্রবাসী শাহ জাহান মজুমদারের স্ত্রী রোকেয়া মজুমদারের কাছ থেকে কৌশলে একটি সাদা চেক নেন শাহ ইমরান মজুমদার। পরে ওই চেকে ৪০ লাখ টাকার অঙ্ক বসিয়ে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ২০২৪ সালে চেকটি ডিজঅনার করানো হয়।
ঘটনাটি জানার পর ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর ভুক্তভোগী রোকেয়া মজুমদার কুমিল্লার আদালতে শাহ ইমরান মজুমদারের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। মামলার শুনানিতে আদালত অন্তত পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।
শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহ ইমরান মজুমদারকে ১৮ মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।
সিএ/এএ


