ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সেবা চালু করেছে ‘আমি প্রবাসী’ অ্যাপ। রোববার (১১ জানুয়ারি) এই উদ্যোগের সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন সেবার মাধ্যমে যাত্রার আগে প্রবাসীরা তাদের ভিসা যাচাই করতে পারবেন। এছাড়া ১৬৭৬৮ নাম্বারে ফোন করেও এই সেবা নেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো প্রবাসী কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করা। প্রবাসীরা হেল্পলাইনে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবেন। এরপর ‘আমি প্রবাসী’ টিম তথ্য যাচাই করে গ্রাহকের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানাবে ভিসা বৈধ কি অবৈধ।
যদি কোনো ভিসার তথ্য সার্ভারে পাওয়া না যায়, তবে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। ভিসা বৈধ ও সংশ্লিষ্ট সরকারের অনুমোদিত হলে, এসএমএসের মাধ্যমে তা নিশ্চিত করা হবে।
সুবিধার মূল বিষয়গুলো:
যাত্রার আগে ভিসা যাচাইয়ের সুবিধা
ওমান, কাতার ও সৌদি আরবগামী কর্মীদের জন্য প্রযোজ্য
১৬৭৬৮ নম্বরে কল করেও ভিসা যাচাই করা যাবে
বৈধ ভিসার ক্ষেত্রে SMS-এ নিশ্চিতকরণ
এই সেবার মাধ্যমে প্রবাসী কর্মীরা ভিসা সংক্রান্ত ঝুঁকি কমিয়ে নিরাপদভাবে বিদেশ যাত্রা নিশ্চিত করতে পারবেন।
সিএ/এএ


