Home বাংলাদেশ সিলেট সীমান্তে ১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

সিলেট সীমান্তে ১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

0
সিলেট সীমান্তে বিজিবির হাতে জব্দকৃত ভারতীয় পণ্য

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) রাতে ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

অভিযান পরিচালিত হয় সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছানাকান্দি, তামাবিল ও দমদমিয়া এলাকায়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ি, বাসমতি চাল, সুপারি, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াশ, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফট ক্রিম, চা-পাতা ও নাইসিল পাউডার। এসব পণ্যের মোট বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, “সীমান্তে নিরাপত্তা জোরদার করতে আমরা টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি। চোরাচালান ও মাদক পাচার রোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই জব্দকৃত মালামালগুলো আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ রোধে বিজিবির অভিযান আগের তুলনায় আরও বেশি তৎপর ও পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version